বন্ধুরা, টোকিও অলিম্পিক গেমস ইতোমধ্যেই শেষ হয়েছে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আমাদের দরজায় কড়া নাড়ছে। খেলোয়াড়দের প্রচেষ্টা, সংগ্রাম, এবং চেতনা সব সময় আমাদের অনুপ্রেরণা দেয় এবং উত্সাহিত করে। আজ থেকে আমরা তাদের এবং অলিম্পিক চেতনা সম্পর্কিত কিছু গল্প আপাদের সাথে শেয়ার করব, কেমন? আশা করি, এসব গল্প আপনাদের ভাল লাগবে। আজকে শুনুন বেলজিয়ামের ভারোত্তোলক ও চীনা নেটিজেনদের একটি গল্প, কেমন?
বন্ধুরা, টোকিও অলিম্পিক গেমসের নারীদের ৪৯ কেজি ভারোত্তোলন প্রতিযোগিতায় ১৯ বছর বয়সী বেলজিয়ামের খেলোয়াড় নিনা স্টারক্স তৃতীয়বার চেষ্টা করে সফল হন। কিন্তু বিচারকরা তাঁর ফলাফলকে বাতিল করে দেন। এ খবর পেয়ে নিনা কাঁদতে শুরু করেন। এ দৃশ্য টিভি লাইভে সবাই দেখতে পান। চীনা নেটিজেনরা এ নিয়ে অনলাইনে সরব হয়ে ওঠেন।
কেউ কেউ লিখেন, “আপু, কাঁদবে না!” কেউ আবার লিখেন, “ছোট বোন, এগিয়ে যাও!”, “ছোট বোন, কাঁদবে না; চেষ্টা চালিয়ে যাও। আরো সুযোগ আসবে!”। কোনো কোনো নেটিজেন লিখেন, “তোমার কান্না দেখে আমি অনেক কষ্ট পেয়েছি, বিশ্বাস করি, ভবিষ্যতে তুমি আরো ভাল করবে! এগিয়ে যাও!”। আরেকজন লিখেন, “আপু এগিয়ে যাও! আমরা চীনারা সবাই তোমাকে সমর্থন করি! তুমি পারবে” ।
এ ছাড়া, কিছু কিছু চীনা নেটিজেন নিনাকে উতসাহিত করতে তাকে নিয়ে নানা রকম ছবি এঁকেছেন। নিনা অনলাইনে এসব দেখে অনেক মুগ্ধ হন। তিনি তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনা নেটিজেনদের ধন্যবাদ জানান। তিনি লিখেন, “আপনাদের ভালবাসা ও সমর্থন পেয়ে আমি অত্যন্ত অভিভূত। আপনাদের ধন্যবাদ! যারা এসব ছবি এঁকেছেন, তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাই! আমি তাদেরকে অনেক ভালবাসি!”