‘অর্থনীতির আকারে যতোটা বেড়েছে, এনবিআরে সক্ষমতা ততটা বাড়েনি’
2021-10-14 20:46:13

‘অর্থনীতির আকারে যতোটা বেড়েছে, এনবিআরে সক্ষমতা ততটা বাড়েনি’_fororder_b4

ব্যবসাপাতির ৪৩তম পর্বে যা থাকছে:

 

# ‘কাঠামো দুর্বলতা প্রযুক্তির অভাবে কাঙ্খিত হারে ট্যাক্স আহরণ হচ্ছে না বাংলাদেশে

# ‘চীনা তরুণদের আইডল ইউয়ান চেং’

 

 

সপ্তাহের সাক্ষাকার:

 

“জিডিপির আকার যেভাবে বাড়ছে সেভাবে মানুষের কাছে না পৌঁছাতে পারা কারণেই তো কর ও রাজস্ব সংগ্রহে অটোমোশনের দিকে যাওয়া হচ্ছে। কিন্তু একটি সফটওয়ার চালু করতেই যদি ৫ বছর লেগে যায়, তাহলে কাজ শুরু হবে কবে থেকে। এমনও হতে পারে চালু করার পর দেখা গেল সফটওয়ারের মেয়াদ শেষ। কর ও রাজস্ব সংগ্রহ কলেবর বাড়ছে কিন্তু তার গতি অত্যন্ত শ্লথ।“

-  ড. মোহাম্মদ আবদুল মজিদ