উ মো ছৌ
2021-10-13 15:28:01

 

 

图片默认标题_fororder_src=http___www.grassjelly.tv_upload_userfiles_image_works_pepsi_momo_s_022&refer=http___www.grassjelly

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের একজন জনপ্রিয় গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয়ে করিয়ে দেবো, তার নাম উ মো ছৌ। তিনি বিশেষ কণ্ঠ ও শক্তিশালী রক সংগীতশৈলীর জন্য সবার কাছে প্রিয়। তাকে ‘চীনের লেডি গাগা’ বলা হয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। প্রথম শুনুন উ মো ছৌ’র একটি জনপ্রিয় গান ‘এখুনি’।গান ১

উ মো ছৌ ১৯৯২ সালে চীনের হেইলোংচিয়াং প্রদেশের ছিছিহার শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা গায়ক। ছোটবেলায় তিনি তার বাবার সঙ্গে বিভিন্ন জায়গায় পারফর্ম করতেন। বাবার প্রভাবে উ মো ছৌ খুব ছোট থেকেই সংগীতের প্রেমে পড়ে যান। ৯ বছর বয়সে তিনি এক সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন এবং পরে তিনি পেশাদার সংগীতের প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। মাধ্যমিক স্কুলের শেষে উ মো ছৌ শেনইয়াং সংগীত অ্যাকাডেমিতে ভর্তি হন। সেই সময় তিনি একজন শিল্পী হওয়ার সিদ্ধান্ত নেন এবং এজন্য প্রস্তুতি নিতে থাকেন।গান ২

图片默认标题_fororder_src=http___dingyue.nosdn.127.net_X5UgIU2PXPzNgEj6WiiJVyVccANqvq6=kCpiS=Xm1TimF1535403894865compressflag.jpeg&refer=http___dingyue.nosdn.127

বিশ্ববিদ্যালয় জীবনে উ মো ছৌ চীনের খুব জনপ্রিয় একটি সংগীত অনুষ্ঠান ‘ভয়েস অফ চায়নাতে’ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তার প্রথম পারফরম্যান্স বিচারকদের প্রশংসা পায়। অবশেষে তিনি রানার্স-আপ হন। অনুষ্ঠানে তার চমত্কার পারফরম্যান্স মানুষের মনে গভীর ছাপ ফেলেছিল। বন্ধুরা, এখন শুনুন সেই অনুষ্ঠানে গাওয়া উ মো ছৌ-এর একটি সুন্দর গান ‘মুক্তি’।গান ৩

এই অনুষ্ঠানের পর থেকেই উ মো ছৌ-এর পেশাদার সংগীতজীবন শুরু হয়। ২০১৩ সালে উ মো ছৌ তার প্রথম গান ‘ভালোবাসা’ প্রকাশ করেন। গানটি প্রকাশের পরই অনেক জনপ্রিয় হয়ে ওঠে এবং পরে তার প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। তিনি এই গানের জন্য সেই বছরের সবচেয়ে জনপ্রিয় নতুন গায়িকার পুরস্কার পান। বন্ধুরা, এখন শুনুন উ মো ছৌ’র এই জনপ্রিয় গান ‘ভালোবাসা’।গান ৪

২০১৪ সালে উ মো ছৌ’র প্রথম অ্যালবাম মুক্তি পায়। এই অ্যালবামে পপ, রক, ব্লুজসহ বিভিন্ন শৈলীর গান রয়েছে। এতে সম্পূর্ণভাবে তার সংগীত দক্ষতা প্রদর্শিত হয়েছে এবং তার স্বাধীনতা ও মুক্তমনা সংগীত মনোভাব প্রকাশিত হয়। তার এই অ্যালবামও সেই বছরের শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার পায়। গান গাওয়ার পাশাপাশি উ মো ছৌও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং জনপ্রিয়তা পেয়েছেন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামের একটি সুন্দর গান ‘কাছে যাও’।গান ৫

图片默认标题_fororder_QQ截图20211013143410

উ মো ছৌ তার বৈচিত্র্যময় ও আন্তর্জাতিক সংগীতশৈলীর জন্য সবার কাছে পরিচিত। চীনের পাশাপাশি পশ্চিমা পপ সংগীতমহলেও তিনি কিছু খ্যাতি পেয়েছেন। ২০১৪ সালে উ মো ছৌ একমাত্র চীনা অতিথি হিসেবে ব্রিটেনের জনপ্রিয় গায়িকা জেসি জে’র কনসার্টে অংশগ্রহণ করেন এবং একসঙ্গে পারফর্ম করেন। তাদের পারফর্ম্যান্স বেশ জনপ্রিয় হয়। নিজের সংগীত ধারণা আরও ভালোভাবে প্রকাশের জন্য ২০১৭ সাল থেকে উ মো ছৌ নিজে গান রচনা করতে শুরু করেন। ২০১৮ সালে তার রচিত গান ‘ভালোবাসা বাড়িতে নিয়ে যায়’ বার্ষিক শ্রেষ্ঠ গান, সবচেয়ে জনপ্রিয় গায়িকা ইত্যাদি নানা পুরস্কার পায়। বন্ধুরা, এখন উ মো ছৌ’র এই সুন্দর গান ‘ভালোবাসা বাড়িতে নিয়ে যায়’ শুনুন।গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা উ মো ছৌ’র আরেকটি জনপ্রিয় গান ‘আমি বিশ্বাস করি’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।