‘যখন ভালোবাসা হারিয়ে যায়’
2021-10-12 19:32:04

‘যখন ভালোবাসা হারিয়ে যায়’_fororder_li

লি জুং শেং-এর ইংরেজি নাম জোনাথেন লি। ১৯৫৮ সালের ১৯ জুলাই তিনি চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের বিখ্যাত কণ্ঠশিল্পী ও সুরকার।

 

১৯৮৯ সালে লি জুং শেং কণ্ঠশিল্পী ছেন সু হুয়া-এর জন্য ‘স্বপ্ন থেকে জেগে ওঠার মুহূর্ত’ নামের অ্যালবাম  রচনা করেন। তাইওয়ানের সংগীত মহলে এই অ্যালবামটির দশ লক্ষাধিক কপি বিক্রি হয়। এটি কণ্ঠশিল্পী ছেন সু হুয়া-এর প্রতিনিধিত্বকারী অ্যালবাম।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন লি চুং শেং-এর গান ‘যখন ভালোবাসা হারিয়ে যায়’। গানের কথায় বলা হয়: অতীতের কথা বোলো না, জীবন অনেক কঠিন। যদিও স্মৃতি মোছা যায় না, ভালোবাসা ও ঘৃণা এখনও মনে আছে। সত্যিই অতীতের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই, আগামীকাল ভালোভাবে কাটাতে চাই।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

বন্ধুরা, এবারে শুনুন লি চুং শেং-এর গান ‘সমুদ্র পার হয়ে তোমাকে দেখতে এসেছি’। গানের কথায় বলা হয়: তোমার জন্য, আমি অর্ধেক বছরের সঞ্চিত অর্থ ব্যয় করেছি, সমুদ্র পার হয়ে তোমাকে দেখতে এসেছি। একবার দেখার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। মুখের কথা আমার হৃদয়ের ভালোবাসার সামান্য অংশও বর্ণনা করতেও পারবে না।

আচ্ছা, শুনুন এই মিষ্টি গান।

 

বন্ধুরা, এবার যে গান আপনাদের শোনাবো, তার নাম ‘ভালোবাসার মূল্য’। গানের কথাগুলো এমন: তরুণ জীবনের স্বপ্ন মনে আছে? যা আমার সঙ্গে এই পৃথিবীর পরিবর্তন দেখে। ভালোবাসার জন্য যে মূল্য দিয়েছি, তা কখনওই ভোলা যায় না। সব হৃদয়ের কথা, চিরদিনে মনে থাকে, যদিও সে চলে গেছে। চলো, চলো, মানুষ শিখতে শিখতে বড় হয়।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

প্রিয় বন্ধুরা, এবার শুনুন লি চুং শেং-এর আরেকটি গান, গনের নাম: নিজের জন্য গান। গানের কথাগুলো এমন: অর্জন করতে চাও, তবে পাও নি। তুমি জীবনকে কি করতে পারো। ছেড়ে দিতে চাও, তবুও হয় না। যখন তুমি বুঝেছো যে, সময় আসলে চোর, ততক্ষণ তোমার সব কিছু চুরি হয়ে গেছে!

আচ্ছা, শুনুন এই গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি চুং শেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)