আজকের ‘ঊর্মির বৈঠকখানা’ আসরে আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর মোঃ রবিউল করিম। তিনি বর্তমানে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচারাল ইউনিভার্সিটির পশু চিকিত্সা এবং পালন অনুষদের মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি চীনের হ্যনান এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে প্রিভেনটিভ ভেটেরিনারি মেডিসিন বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করার পরে সাংহাই-এর ইস্ট চায়না ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং গুয়াংজু-এর সান ইয়াত সেন ইউনিভার্সিটির অধীন চুংশান স্কুল অব মেডিসিনে পোস্ট-ডক্টরাল গবেষক হিসেবে কাজ করেছেন। দেশে ফিরে তিনি অধ্যাপনার পাশাপাশি পশু থেকে মানুষে সংক্রমিত হয় এমন রোগ-ব্যাধি নিয়ে গবেষণাকাজে নিয়োজিত আছেন। ইতিপূর্বে তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় হাইলি প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রোগ্রামে কাজ করেছেন। চলুন, কথা বলি তার সঙ্গে।