কফি হাউসের আড্ডা: মহামারীর মধ্যেও চীন-বাংলাদেশ বাণিজ্য-সহযোগিতা ফলপ্রসূ
2021-10-09 16:03:16

কফি হাউসের আড্ডা: মহামারীর মধ্যেও  চীন-বাংলাদেশ বাণিজ্য-সহযোগিতা ফলপ্রসূ_fororder_微信图片_20211009160103

সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। চলতি বছর চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৬তম বার্ষিকী। সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ হয়েছে, বিশেষ করে বাণিজ্য খাতে। যদিও মহামারী সারা বিশ্বের অর্থনীতির ওপরে নেতিবাচক প্রভাব ফেলেছে, কিন্তু চীন ও বাংলাদেশের অর্থনীতি এ কঠিন অবস্থাতেও প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে। চলতি বছরে প্রথম চার মাসে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিলো ৭১৯ কোটি মার্কিন ডলার, যা  আগের বছরের একই সময়ের তুলনায় ৪২.৯ শতাংশ বেশি। বাংলাদেশ থেকে আমদানিকৃত ৯৭ শতাংশ পণ্যকে চীন শুল্কমুক্ত করায়, মহামারী-উত্তর আমলে দু’দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এ প্রেক্ষাপটেই আজকের আসরে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনাব আল-মামুন মৃধা। বর্তমানে তিনি বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দু’দেশের মধ্যে বর্তমান বাণিজ্যিক সম্পর্ক কীভাবে মূল্যায়ন করা যায় এবং ভবিষ্যত বাণিজ্যিক সুযোগ কোন কোন ক্ষেত্রে আরো বেশি হবে? এসব বিষয় নিয়ে আলোচনা করব জনাব আল মামুন মৃধার সঙ্গে।