করোনা-উত্তর আবৃত্তিতে মেলবন্ধন ঘটবে মঞ্চ ও অনলাইনের: মজুমদার বিপ্লব
2021-10-08 19:33:41

করোনা-উত্তর আবৃত্তিতে মেলবন্ধন ঘটবে মঞ্চ ও অনলাইনের: মজুমদার বিপ্লব

করোনা-উত্তর আবৃত্তিতে মেলবন্ধন ঘটবে মঞ্চ ও অনলাইনের: মজুমদার বিপ্লব_fororder_wenhua4

ছবি: মজুমদার বিপ্লব

আবৃত্তি নিয়ে আমরা শিগগিরই মঞ্চে আসতে পারবো বলে আশা করছি। করোনা-পরবর্তী সময়ে আমাদের মঞ্চের অনুষ্ঠানগুলো কী রকম হবে- সেটি নিয়ে একটু চিন্তা-ভাবনা করবার ব্যাপার রয়েছে।

এবার যখন আমরা মঞ্চে যাবো- আমরা হয়তো অনলাইন মাধ্যমটিকে সঙ্গে নিয়ে যাবো। এ দুটো মাধ্যমের একটা মেলবন্ধন ঘটতে পারে। অনলাইনে এতদিন যে লাইভগুলো হয়েছে,সেগুলো বিনামূল্যে হয়েছে। আমরা এবার চেষ্টা করবো পেশাদার অনুষ্ঠান করবার জন্য- যেখানে মঞ্চে টিকেট কেটে অনুষ্ঠান দেখবেন দর্শকরা। একইসঙ্গে ওই অনুষ্ঠানগুলোই অনলাইনে দেখা যাবে- সেটাও দর্শনীর বিনিময়ে।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে করোনা-উত্তর আবৃত্তি তথা সার্বিক আবৃত্তি-ভাবনা নিয়ে বললেন এ প্রজন্মের প্রতিনিধিত্বশীল আবৃত্তিকার ও প্রশিক্ষক; হরবোলা পরিচালক মজুমদার বিপ্লব। শুনিয়েছেন কিছু চমৎকার আবৃত্তি।

সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।