চীনের জাতীয় দিবসে বিভিন্ন দেশের অভিনন্দন, সুন্দর ছুটি কাটালেন চীনারা
2021-10-08 19:04:29

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকী উপলক্ষ্যে বিদেশে চীনা দূতাবাস ও মিশনসমূহে সম্প্রতি অনলাইনে বিভিন্ন উদযাপনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। চীনের বন্ধু ও অংশীদার দেশগুলোর শীর্ষ নেতা ও উধ্বর্তন কর্মকর্তারাও  চীনকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন। বার্তায় দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

চীনের জাতীয় দিবসে বিভিন্ন দেশের অভিনন্দন, সুন্দর ছুটি কাটালেন চীনারা_fororder_src=http-%2F%2Fimage1.chinanews.com.cn%2Fcnsupload%2Fbig%2F2021%2F10-01%2F4-426%2F84b43cbce2414cbc8963bdab912ca7b5&refer=http-%2F%2Fimage1.chinanews.com

কিউবার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও দেশের চেয়ারম্যান ডিয়াস কান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অভিনন্দনবার্তা পোস্ট করেন। তিনি বলেন, বিশ্বব্যাপী বিপ্লবীরা একসঙ্গে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকী উদযাপন করছে।  চীনের অস্তিত্বে বৈশ্বিক শক্তির ভারসাম্য, বহুপক্ষবাদ ও শান্তি রক্ষিত রয়েছে।

 

কিউবায় চীনের রাষ্ট্রদূত মা হুই বলেন, চীন ও কিউবার নতুন ঐতিহাসিক দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপক উন্নয়ন সাধনে হাভানা যৌথ প্রচেষ্টা চালাবে বলে আশা করে বেইজিং।

 

মিশরের প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র সম্প্রতি দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে চীনের রাষ্ট্রদূত লিয়াও লি ছিয়াংকে অভিনন্দন জানিয়েছেন।

 

মুখপাত্র বলেন, মিশর চীনের সঙ্গে তার সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে। চীনের সঙ্গে দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গভীরতর করতে ইচ্ছুক কায়রো।

 

লিয়াও লি ছিয়াং বলেন, চীন মিশরের সঙ্গে দু’দেশের প্রেসিডেন্টদ্বয়ের বিভিন্ন মতৈক্য বাস্তবায়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক।

 

 ইসরাইলে চীনা দূতাবাস সম্প্রতি অনলাইনে এক উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করে। ইসরাইলী সরকারের প্রতিনিধি ও পর্যটনমন্ত্রী এক ভিডিও বার্তার মাধ্যমে চীনকে অভিনন্দন জানান। বার্তায় তিনি ইসরাইল-চীন আর্থ-বাণিজ্যিক, উদ্ভাবন, শিক্ষা ও পর্যটনসহ নানা ক্ষেত্রে সহযোগিতার সাফল্যের প্রশংসা করেন। চীন থেকে ইসরাইলের চিকিত্সা সামগ্রী ক্রয় ও পরিবহনসহ নানা বিষয়ে চীনের ব্যাপক সমর্থনের কৃতজ্ঞতা জানান এই মন্ত্রী।

 

তুরস্কে চীনা দূতাবাস সম্প্রতি অনলাইনে জাতীয় দিবসের উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করে। তুর্কী উপপররাষ্ট্রমন্ত্রী তাঁর সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক-চীন সম্পর্ক তুরস্কের সার্বিক কূটনৈতিক নীতিতে গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। দু’দেশের সম্পর্ক অব্যাহতভাবে জোরদার হবে বলে তিনি আস্থাশীল।

 

তুরস্কে চীনের রাষ্ট্রদূত লিউ শাও বিন বলেন, চীন উন্নয়নের নীতিমালাকে কেন্দ্র করে দু’দেশের অভিন্ন স্বার্থ আবিস্কার করবে, যাতে চীন-তুরস্ক কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করা সম্ভব হয়।

 

নিউজিল্যান্ডে চীনের দূতাবাস সম্প্রতি অনলাইনে উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করে। নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রথম উপমহাসচিব ভিডিও বার্তার মাধ্যমে তাঁর সরকারের পক্ষ থেকে চীনকে অভিনন্দন জানান। তিনি বলেন, নিউজিল্যান্ড-চীন সম্পর্ক দেশটির গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম। চীন নিউজিল্যান্ডের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দু’দেশের অবাধ বাণিজ্যিক চুক্তি উন্নত এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সুসংবদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

 

নিউজিল্যান্ডে চীনের রাষ্ট্রদূত উ সি বলেন, চীন ও নিউজিল্যান্ড অবাধ বাণিজ্যিক চুক্তি উন্নয়নের প্রটোকল স্বাক্ষর করেছে এবং সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্কের চুক্তিও স্বাক্ষর করেছে, যা দু’দেশের বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতার জন্য আরও বিশাল মঞ্চ স্থাপন করবে।

 

 ইথিওপিয়ায় চীনের দূতাবাস সম্প্রতি এক অনলাইন উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করে। ইথিওপিয়ার সাবেক প্রেসিডেন্ট ভিডিও বার্তায় অভিনন্দন জানিয়ে বলেন, চীনা জনগণের পুরনো বন্ধু  এবং চীনের উন্নয়নের প্রত্যক্ষদর্শী এবং ইথিওপিয়া-চীন সম্পর্কের সাক্ষী হিসেবে চীনের ব্যাপক উন্নয়ন দেখে তিনি আনন্দিত। ইথিওপিয়া ও চীনের সম্পর্কের উজ্জ্বল সম্ভাবনার প্রত্যাশা করেন তিনি।

 

তা ছাড়া, চেক রিপাবলিক, বেলারুশ ও ব্রুনেইসহ আরও অনেক দেশের চীনা দূতাবাস নানা উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে।

 

এনাম, চীনের জাতীয় দিবসের ছুটিতে আপনি কী কী করেছেন?