চীনের ৭২তম জাতীয় দিবসে দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজন
2021-10-08 19:32:25

চীনের ৭২তম জাতীয় দিবসে দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজন

চীনের ৭২তম জাতীয় দিবসে দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজন_fororder_wenhua2

বর্ণিল সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলেো চীনের ৭২তম জাতীয় দিবস। দেশ জুড়ে সপ্তাহব্যাপী চলে বর্ণাঢ্য এ আয়োজন। সব মিলিয়ে এক অন্যরকম উৎসবের আমেজ কাটিয়েছেন চীনের মানুষ। বিভিন্ন প্রদেশের আয়োজনে ছিল বৈচিত্র্য।

১৮০ মিটার দীর্ঘ চিত্তাকর্ষক স্ক্রল। চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষকে কেন্দ্র করে ১০০টি প্রধান ঐতিহাসিক ঘটনা চিত্রিত করা হয়েছে বিশাল ক্যানভাস জুড়ে- যা ছিল পর্যটকদের অন্যতম আকর্ষণ।

প্রদেশটির ডিজনিল্যান্ড থিম পার্ককেও ঢেলে সাজানো হয়েছে। শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের পদচারনায় মুখরিত পার্কের চারপাশ।

পশ্চিম লেকের তীর ঘেঁষে চলে একটু ভিন্ন আয়োজন। আধুনিকতার ছোঁয়ায় লোকজ সাংস্কৃতিক আয়োজন। স্থানীয় শিল্পীদের নাচ আর দেশাত্ববোধক গানে মেতে উঠে পুরো এলাকা। তবে সেখানে স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। লোক সংস্কৃতিক এ ভিন্ন আয়োজন দেখে তারা ভীষণ আনন্দিত।

 

চীনের ৭২তম জাতীয় দিবসে দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজন_fororder_wenhua3

এদিকে, দক্ষিণ চীনের হাইনান প্রদেশের বিভিন্ন স্থানে পর্যটকদের আকর্ষণ করতে চলে নানা আয়োজন। নীল সমুদ্র অন্বেষণ থেকে শুরু করে সামুদ্রিক জীববৈচিত্র্যের নানা অভিজ্ঞতা নিতে দর্শণার্থীদের আগ্রহের শেষ নেই/ ছিল উপচে পড়া ভিড়।

শুধু তাই নয়, আনহুই প্রদেশের সুইউয়ান গ্রামে হেক্টরের পর হেক্টর জমিতে ফুটে থাকা সূর্যমুখী ফুলের আলপথ দিয়ে ড্রাগন নৃত্য পরিবেশন করেন স্থানীয়রা। এটিকে সুখ ও শুভকামনার প্রতীক বলে মনে করেন তারা। আর এই সুন্দর মুহূর্তটি উপভোগ করতে পর্যটকদের হুমড়ি খেয়ে পড়তে দেখা যায়।

সব মিলিয়ে গোটা সপ্তাহজুড়ে রাজধানী বেইজিংসহ পুরো চীনে চলে বর্ণাঢ্য আয়োজন।

-রওজায়ে জাবিদা ঐশী