আপন আলোয় ৩৭
2021-10-08 19:27:58

আপন আলোয় ৩৭_fororder_wenhua1

এ পর্বে থাকছে

 

১. প্রতিবেদন: চীনের ৭২তম জাতীয় দিবসে দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজন

 

২. অন্তরঙ্গ আলাপন:মজুমদার বিপ্লব, আবৃত্তিকার, প্রশিক্ষক ও সংগঠক

 

চীনের ৭২তম জাতীয় দিবসে দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজন

আপন আলোয় ৩৭_fororder_wenhua2

বর্ণিল সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলেো চীনের ৭২তম জাতীয় দিবস। দেশ জুড়ে সপ্তাহব্যাপী চলে বর্ণাঢ্য এ আয়োজন। সব মিলিয়ে এক অন্যরকম উৎসবের আমেজ কাটিয়েছেন চীনের মানুষ। বিভিন্ন প্রদেশের আয়োজনে ছিল বৈচিত্র্য।

১৮০ মিটার দীর্ঘ চিত্তাকর্ষক স্ক্রল। চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষকে কেন্দ্র করে ১০০টি প্রধান ঐতিহাসিক ঘটনা চিত্রিত করা হয়েছে বিশাল ক্যানভাস জুড়ে- যা ছিল পর্যটকদের অন্যতম আকর্ষণ।

প্রদেশটির ডিজনিল্যান্ড থিম পার্ককেও ঢেলে সাজানো হয়েছে। শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের পদচারনায় মুখরিত পার্কের চারপাশ।

 

পশ্চিম লেকের তীর ঘেঁষে চলে একটু ভিন্ন আয়োজন। আধুনিকতার ছোঁয়ায় লোকজ সাংস্কৃতিক আয়োজন। স্থানীয় শিল্পীদের নাচ আর দেশাত্ববোধক গানে মেতে উঠে পুরো এলাকা। তবে সেখানে স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। লোক সংস্কৃতিক এ ভিন্ন আয়োজন দেখে তারা ভীষণ আনন্দিত।

 

আপন আলোয় ৩৭_fororder_wenhua3

এদিকে, দক্ষিণ চীনের হাইনান প্রদেশের বিভিন্ন স্থানে পর্যটকদের আকর্ষণ করতে চলে নানা আয়োজন। নীল সমুদ্র অন্বেষণ থেকে শুরু করে সামুদ্রিক জীববৈচিত্র্যের নানা অভিজ্ঞতা নিতে দর্শণার্থীদের আগ্রহের শেষ নেই/ ছিল উপচে পড়া ভিড়।

শুধু তাই নয়, আনহুই প্রদেশের সুইউয়ান গ্রামে হেক্টরের পর হেক্টর জমিতে ফুটে থাকা সূর্যমুখী ফুলের আলপথ দিয়ে ড্রাগন নৃত্য পরিবেশন করেন স্থানীয়রা। এটিকে সুখ ও শুভকামনার প্রতীক বলে মনে করেন তারা। আর এই সুন্দর মুহূর্তটি উপভোগ করতে পর্যটকদের হুমড়ি খেয়ে পড়তে দেখা যায়।

সব মিলিয়ে গোটা সপ্তাহজুড়ে রাজধানী বেইজিংসহ পুরো চীনে চলে বর্ণাঢ্য আয়োজন।

-রওজায়ে জাবিদা ঐশী

অন্তরঙ্গ আলাপন

করোনা-উত্তর আবৃত্তিতে মেলবন্ধন ঘটবে মঞ্চ ও অনলাইনের: মজুমদার বিপ্লব

আপন আলোয় ৩৭_fororder_wenhua4

ছবি: মজুমদার বিপ্লব

আবৃত্তি নিয়ে আমরা শিগগিরই মঞ্চে আসতে পারবো বলে আশা করছি। করোনা-পরবর্তী সময়ে আমাদের মঞ্চের অনুষ্ঠানগুলো কী রকম হবে- সেটি নিয়ে একটু চিন্তা-ভাবনা করবার ব্যাপার রয়েছে।

এবার যখন আমরা মঞ্চে যাবো- আমরা হয়তো অনলাইন মাধ্যমটিকে সঙ্গে নিয়ে যাবো। এ দুটো মাধ্যমের একটা মেলবন্ধন ঘটতে পারে। অনলাইনে এতদিন যে লাইভগুলো হয়েছে,সেগুলো বিনামূল্যে হয়েছে। আমরা এবার চেষ্টা করবো পেশাদার অনুষ্ঠান করবার জন্য- যেখানে মঞ্চে টিকেট কেটে অনুষ্ঠান দেখবেন দর্শকরা। একইসঙ্গে ওই অনুষ্ঠানগুলোই অনলাইনে দেখা যাবে- সেটাও দর্শনীর বিনিময়ে।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে করোনা-উত্তর আবৃত্তি তথা সার্বিক আবৃত্তি-ভাবনা নিয়ে বললেন এ প্রজন্মের প্রতিনিধিত্বশীল আবৃত্তিকার ও প্রশিক্ষক; হরবোলা পরিচালক মজুমদার বিপ্লব। শুনিয়েছেন কিছু চমৎকার আবৃত্তি।

-মাহমুদ হাশিম।

 

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন। সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

 

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

 

প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী

 

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।