অক্টোবর ০৭: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় বৈদেশিক কমিশনের কার্যালয়ের মহাপরিচালক ইয়াং চিয়ে ছি গতকাল (বুধবার) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টার সহকারী জেক সুলিভানের সঙ্গে সুইজারল্যান্ডের জুরিখে এক বৈঠকে মিলিত হয়েছেন। তাতে দুই নেতা ১০ সেপ্টেম্বর চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদ্বয়ের ফোনালাপের চেতনায় দ্বিপাক্ষিক সম্পর্ককে সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের পথে ফিরিয়ে আনার জন্য বাস্তব ব্যবস্থা গ্রহণে সম্মত হন। একমাস আগে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে বলেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কোন্নয়ন করতে হবে। প্রেসিডেন্ট বাইডেনও বৈঠক ও সহযোগিতার ইঙ্গিত দেন। সুইজারল্যান্ডে চীন ও যুক্তরাষ্ট্রের দুই উর্ধ্বতন কর্মকর্তা দু’দেশের যোগাযোগ জোরদার, মতভেদ দূর করা, এবং বৈরিতা ও সংঘাত এড়ানোসহ নানা বিষয়ে একমত হন, যা চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ। আজ (বৃহস্পতিবার) চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তে এই বৈঠককে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে অনূকুল আবহ তৈরি করবে বলে মন্তব্য করা হয়।
সম্পাদকীয়তে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক অবনতি হয়ে একেবারে তলানিতে এসে ঠেকেছে। তার মূল কারণ ছিল চীনকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভুল কৌশল। তাই দু’দেশের কৌশলগত যোগাযোগ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের চীন নিয়ে ভুল ধারণা পরিবর্তন দ্বিপাক্ষিক সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য খুব গুরুত্বপূর্ণ। (রুবি/এনাম/শিশির)