‘প্রসবকালীন সময়ে প্রসূতিকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণের ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি’
2021-10-07 19:34:45

‘প্রসবকালীন সময়ে প্রসূতিকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণের ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি’

 

ব্যবসাপাতির ৪২তম পর্বে যা থাকছে:

 

# বাংলাদেশে দুই দশকে সিজার বেড়েছে ১১ গুণ

# ‘চীনা তরুণদের আইডল ইউয়ান চেং’

 

সপ্তাহের সাক্ষাৎকার:

 

“একজন রোগীর বিপরীতে যে পরিমাণ ডাক্তার বা নার্স থাকতে হয় এবং অন্যান্য যে স্বাস্থ্যসেবাকর্মীরা থাকতে হয় তাদের সংখ্যা অনেক অনেক কম। বিশ্বব্যাপীও কম, এশিয়াতেও কম। এবং বাংলাদেশও এর বাইরে নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে মডেল চিকিৎসক থাকবেন সুপারিভিশনে কিন্তু ১২ থেকে ১৮ ঘন্টা মা যখন ডেলিভারি পেইন উঠবে তখন মানসিক কিংবা সেবাগত সাপোর্ট দিতে মিডওয়াইফারি ব্যবস্থা থাকতে হবে। এবং এটি শুধু দিনে বা রাতে নয়। এই সুবিধা নিশ্চিত করতে হবে ২৪ ঘন্টার জন্য।”

- অধ্যাপক ডা. গুলশান আরা

 

‘প্রসবকালীন সময়ে প্রসূতিকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণের ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি’_fororder_cai