চীন আন্তর্জাতিক আমদানি মেলা নিরাপদ রাখতে বহুমুখী তত্পরতা
2021-10-05 16:26:53

অক্টোবর ৫: আজ (মঙ্গলবার) থেকে হিসেব করলে চীন আন্তর্জাতিক আমদানি মেলা শুরু হতে আর মাত্র ৩০ দিন বাকি রয়েছে। শাংহাই শুল্ক বিভাগ জানায়, গত ২৯ সেপ্টেম্বর রাত ১২টা থেকে পুতোং বিমানবন্দরের এক নম্বর টার্মানালের অধিকাংশ ফ্লাইট দুই নম্বর টার্মিনালে স্থানান্তর করা হয়েছে।

চীন আন্তর্জাতিক আমদানি মেলা নিরাপদ রাখতে বহুমুখী তত্পরতা_fororder_微信图片_20211005162610

মেলা চলাকালে বিমানবন্দরের কাজ নির্বিঘ্ন রাখতে এবং বাহির থেকে মহামারির প্রবেশ রোধে শাংহাই শুল্ক বিভাগ, বিমানবন্দরের যৌথ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা, এবং বিমান কোম্পানি নানা কর্মসূচী, তত্ত্বাবধান ও পরীক্ষা জোরদার করেছে। আগত যাত্রীদের পরীক্ষার সময় কমিয়ে আনারচীন আন্তর্জাতিক আমদানি মেলা নিরাপদ রাখতে বহুমুখী তত্পরতা_fororder_微信图片_20211005162617 পাশাপাশি শুল্ক নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে।

 

অভিবাসন প্রশাসনের উন্নয়নের লক্ষ্যে, বিশেষ করে আমদানি মেলা চলাকালে, দেশি-বিদেশি যাত্রীদের অভিবাসন সম্পর্কিত তথ্য প্রদান সহজিকরণ এবং সুবিধাজনক প্রশাসনিক ব্যবস্থা প্রদানের জন্য শাংহাইয়ের সীমান্ত পরিদর্শন সংস্থা গত এপ্রিল মাসে ২৪ ঘন্টার সার্বক্ষণিক হট লাইন চালু করেছে।

চীন আন্তর্জাতিক আমদানি মেলা নিরাপদ রাখতে বহুমুখী তত্পরতা_fororder_微信图片_20211005162620

জানা গেছে, গত ৮ এপ্রিল এই হট লাইন চালুর পর থেকে মোট ১৬ হাজারটি ফোন কল গ্রহণ করেছে তারা। মহামারির সময় দেশি-বিদেশি পর্যটকদের ইমিগ্রেশনের প্রক্রিয়াসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে উত্তর দেওয়া হয়েছে এসব কলে। অনলাইন ছাড়া অফলাইনেও বিদেশি ভাষা জানেন এমন পুলিশদের নিয়ে একটি সেচ্ছাসেবকদল গঠন করেছে শাংহাই সীমান্ত পরিদর্শন সংস্থা। তারা বিভিন্ন ইনফরমেশন ডেস্ক থেকে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের অতিথিদের ইমিগ্রেশনে সাহায্য করেছে। সেচ্ছাসেবকদলটি এ যাবত্ ৩০০টিরও বেশি বিদেশি প্রতিনিধি দল, ১,০০০ জনেরও বেশি ব্যবসায়ী এবং হাজার হাজার যাত্রীদের যাতায়াত নির্দেশনাসহ নানাভাবে সহায়তা প্রদান করেছে।

 

মহামারি রোধে বিমানবন্দরে ৭+৭ রুদ্ধদ্বার ব্যবস্থা নেয়া হয়েছে। তার মানে মালামাল বা যাত্রী পরিবহন ইমিগ্রেশনের সঙ্গে জড়িত শাংহাই সীমান্ত পরিদর্শন সংস্থার কর্মীরা প্রথমে সাতদিন ২৪ ঘণ্টা কাজ করবে। সে সময় তারা বিশেষ গাড়ীতে করে কর্মস্থল ও বাসার মধ্যে যাতায়াত করবে। তারপরের সাতদিন বিশেষ গাড়িতে করে তাদের কোয়ারেন্টিনে রাখা হবে। তারপরের সাতদিন বিশেষ গাড়িতে করে তাদের নিজ নিজ বাসায় আইসোলেশনের জন্য স্থানান্তর করা হবে।

 

চীন আন্তর্জাতিক আমদানি মেলা আমাদের দরজায় কড়া নাড়ছে। শাংহাই সীমান্ত পরিদর্শন সংস্থার কর্মীরা মেলায় নিরাপদ পরিবেশ রক্ষা করতে নানা প্রতিরোধ ব্যবস্থা জোরদার করেছেন। তাছাড়া, মহামারির পরীক্ষা-নিরীক্ষা ও ডেটা বিশ্লেষণের মাধ্যমে পুর্বাভাস ব্যবস্থাও জোরদার করেছেন তাঁরা।

 

মহামারিতে মারাত্বকভাবে আক্রান্ত দেশ ও অঞ্চল থেকে আসা যাত্রীদের ওপর বাড়তি নজর রেখে তাদের পরীক্ষা-নিরীক্ষার ফলাফল দ্রুত সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে দেয় সংস্থাটি।

 

এদিকে, আমদানি মেলায় প্রদর্শিত পণ্যগুলোর বেচাকেনা অনেক বেড়েছে। শাংহাইয়ের হোং ছিয়াও আমদানিকৃত পণ্য প্রদর্শনী ও লেনদেন কেন্দ্রটি হল মেলার লেনদেনের প্রধান প্ল্যাটফর্ম।  চলমান জাতীয় দিবসের ছুটির দিনগুলোতে কেন্দ্রটিতে লেনদেনের পরিমাণ অনেক বেড়েছে। জানা গেছে, গত কয়েক দিনে বিক্রির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১৩৫ শতাংশ বেড়েছে।

 

মূল্যছাড়সহ কেন্দ্রটি প্রথমবারের মতো অন্য সহযোগীদের সঙ্গে মিলে বিভিন্ন দেশের সাংস্কৃতিক উত্সবের আয়োজন করেছে।  ‘থাইল্যান্ডের সাংস্কৃতিক উত্সব আয়োজনের মাধ্যমে বিক্রির পরিমাণ অনেক বৃদ্ধি করেছে। বর্তমানে এই কেন্দ্রে আসন্ন আমদানি মেলার পণ্যও পাওয়া যাচ্ছে।

 

(রুবি/এনাম/শিশির)