ডঃ মোঃ একরাম হোসেনের সাক্ষাত্কার
2021-10-01 17:43:02

ডঃ মোঃ একরাম হোসেনের সাক্ষাত্কার_fororder_1ec2a4b4fd3d14f0c87af40e060adfe

ডঃ মোঃ একরাম হোসেন ২০১০ সালে চীন সরকারের ফুল স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা ও গবেষণার জন্য চীনে আগমন করেন। মাস্টার্স এবং পিএইচডি শেষ করে তিনি ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত চীনের নানজিং শহরের হোহাই বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেস এ পোস্টডক্টোরাল রিসার্স ফেলো এবং ২০১৯ সাল থেকে রিসার্স ফ্যাকাল্টি (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর) হিসেবে কর্মরত । তিনি সেখানে গবেষণা ছাড়াও পোস্টগ্রাজুয়েট ছাত্র-ছাত্রীদের ক্লাস নিয়ে থাকেন ।

ডঃ একরাম গবেষণা করছেন আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ,  বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং  টেকসই উন্নয়ন সম্পর্কিত বিষয়ে । এখন পর্যন্ত তিনি চীনের জাতীয় ও প্রাদেশিক স্তরের ৮টি গবেষণা প্রকল্পের  সাথে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, যে প্রকল্পগুলো চীনের  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, ন্যাশনাল নেচারাল  সায়েন্স ফাউন্ডেশন , ন্যাশনাল ফিলোসফি অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফাউন্ডেশন কর্তৃক অর্থায়িত। তার ৩০টির ও বেশি গবেষণাপত্র বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্স প্রসিডিংস এ প্রকাশিত হয়েছে ।  

তিনি চীনসহ বিশ্বের অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও সংস্থায় একাডেমিক কনফারেন্সসহ পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে  অংশগ্রহণ করেছেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে তাকে ইউনাইটেড নেশনস টেকসই ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক (UNSDSN) এসডিজি (SDGs) (টেকসই উন্নয়ন লক্ষ্য) এর তরুণ গবেষক হিসাবে আমন্ত্রণ জানিয়েছিল।  যেখানে টেকসই উন্নয়নের জন্য সারা বিশ্ব থেকে আগত নীতি নির্ধারকগণ ও গবেষকবৃন্দ এবং ইউএন এসডিজি এজেন্ডার অংশীদার বিশ্বনেতৃবৃন্দ, ২০৩০ এসডিজি বাস্তবায়নের প্রাক্কালে তাদের গবেষণা এবং কর্মপন্থা উপস্থাপন করেন।

একাডেমিক এবং পেশাগত জীবনে ডঃ একরাম বিভিন্ন পর্যায়ে একাডেমিক সাফল্য, সামাজিক, স্বেচ্ছাসেবক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য উল্লেখযোগ্য সংখ্যক বৃত্তি, পুরষ্কার এবং স্বীকৃতি পেয়েছেন। নতুন নতুন জ্ঞান আহরন ও তরুণ ছাত্র ছাত্রীদের সাথে বিনিময়ে তার অপার আগ্রহ।