কফি হাউসের আড্ডা: বিশ্ব ইন্টারনেট সম্মেলন নিয়ে ড. কিশোর বিশ্বাসের সঙ্গে কথোপকথন
2021-10-01 18:48:50

কফি হাউসের আড্ডা: বিশ্ব ইন্টারনেট সম্মেলন নিয়ে ড. কিশোর বিশ্বাসের সঙ্গে কথোপকথন_fororder_微信图片_20210116185541

সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। গত ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর বিশ্ব ইন্টারনেট সম্মেলন চীনের চেচিয়াং প্রদেশের উজেন শহরে অনুষ্ঠিত হয়। এ বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ডঃ কিশোর বিশ্বাস। তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল ও তথ্য বিজ্ঞান বিভাগ থেকে পিএইডডি করেছেন এবং পিকিং বিশ্ববিদ্যালয়ের ভাষা ইন্সটিটিউটে "এক অঞ্চল, এক পথ ভাষা প্রকল্পে" বাংলা ভাষার শিক্ষক ছিলেন। বর্তমান তিনি চীনের একটি প্রথম সারির আইটি কম্পানিতে কর্মরত আছেন। আজকের অনুষ্ঠানে আমাদের ভবিষ্যত জীবনে আইটির প্রভাব এবং ডিজিটাল অর্থনীতি উন্নয়নের ভবিষ্যত নিয়ে ড. কিশোর বিশ্বাসের সঙ্গে আলাপ করবো। (স্বর্ণা/আলিম/ছাই)