ইসলামি বন্ড ‘সুকুক’ কি ?
2021-09-30 20:44:20

হাবিবুর রহমান অভি, ঢাকা: বিশ্বের নানা দেশে চালু আছে ইসলামি পদ্ধতির সুদবিহীন বন্ড বা সুকুক। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনসহ নানা দেশে সুকুক বেশ জনপ্রিয় হচ্ছে। এবার চলুন শুনে আসি সুকুক কি এবং কিভাবে সুকুক লেনদেন হয়।

ইসলামি বন্ড ‘সুকুক’ কি ?_fororder_jing7

কুক আরবি শব্দ। প্রায়োগিক অর্থে সুকুক হলো সুদবিহীন বন্ড বা ঋণপত্র।

প্রচলিত বন্ড ও ইসলামি সুকুক বন্ডের মধ্যে বেশ পার্থক্য আছে। প্রচলিত অর্থে ঋণদাতা ও ঋণগ্রহীতার মধ্যে যে চুক্তি হয় সেটিই বন্ড। বন্ডে ঋণের পরিমাণ, ঋণ পরিশোধের সময় ও সুদের হার উল্লেখ থাকে। এখানে সুদ ও ধোঁকাদেয়ার সুযোগ থাকায় তা শরিয়াহসম্মত নয়।

অন্যদিকে, ইসলামি বন্ড ‘সুকুক’ হচ্ছে এমন একটি বিনিয়োগ সনদ, যেখানে সম্পদের ওপর গ্রহীতার মালিকানার নিশ্চয়তা প্রতিষ্ঠিত ও মুনাফার সুযোগ তৈরি হয়।  

ইসলামি বন্ড ‘সুকুক’ কি ?_fororder_jing8

সুকুক সাধারণত নির্দিষ্ট প্রকল্পের ক্ষেত্রে চালু করা হয়। যে প্রকল্পে অর্থায়নের জন্য সুকুক ইস্যু করা হয় সেই প্রকল্প থেকেই আয়ের ব্যবস্থা হয়। অবকাঠামো নির্মাণ ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে দীর্ঘমেয়াদী অর্থের উৎস হিসেবে সুকুক ছাড়া হয়।

বিশ্বের বিভিন্ন দেশে মুদারাবা বা মুনাফায় অংশীদারি, মুশারাকা বা লাভ-লোকসান ভাগাভাগি, মুরাবাহা বা লাভে বিক্রি, ইশতিসনা বা পণ্য তৈরি, করজে হাসানা বা উত্তম ঋণ), সালাম বা অগ্রিম ক্রয় ও ইজারা বা ভাড়া সুকুক প্রচলিত আছে।