হাবিবুর রহমান অভি, ঢাকা: বিশ্বের নানা দেশে চালু আছে ইসলামি পদ্ধতির সুদবিহীন বন্ড বা সুকুক। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনসহ নানা দেশে সুকুক বেশ জনপ্রিয় হচ্ছে। এবার চলুন শুনে আসি সুকুক কি এবং কিভাবে সুকুক লেনদেন হয়।
কুক আরবি শব্দ। প্রায়োগিক অর্থে সুকুক হলো সুদবিহীন বন্ড বা ঋণপত্র।
প্রচলিত বন্ড ও ইসলামি সুকুক বন্ডের মধ্যে বেশ পার্থক্য আছে। প্রচলিত অর্থে ঋণদাতা ও ঋণগ্রহীতার মধ্যে যে চুক্তি হয় সেটিই বন্ড। বন্ডে ঋণের পরিমাণ, ঋণ পরিশোধের সময় ও সুদের হার উল্লেখ থাকে। এখানে সুদ ও ধোঁকাদেয়ার সুযোগ থাকায় তা শরিয়াহসম্মত নয়।
অন্যদিকে, ইসলামি বন্ড ‘সুকুক’ হচ্ছে এমন একটি বিনিয়োগ সনদ, যেখানে সম্পদের ওপর গ্রহীতার মালিকানার নিশ্চয়তা প্রতিষ্ঠিত ও মুনাফার সুযোগ তৈরি হয়।
সুকুক সাধারণত নির্দিষ্ট প্রকল্পের ক্ষেত্রে চালু করা হয়। যে প্রকল্পে অর্থায়নের জন্য সুকুক ইস্যু করা হয় সেই প্রকল্প থেকেই আয়ের ব্যবস্থা হয়। অবকাঠামো নির্মাণ ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে দীর্ঘমেয়াদী অর্থের উৎস হিসেবে সুকুক ছাড়া হয়।
বিশ্বের বিভিন্ন দেশে মুদারাবা বা মুনাফায় অংশীদারি, মুশারাকা বা লাভ-লোকসান ভাগাভাগি, মুরাবাহা বা লাভে বিক্রি, ইশতিসনা বা পণ্য তৈরি, করজে হাসানা বা উত্তম ঋণ), সালাম বা অগ্রিম ক্রয় ও ইজারা বা ভাড়া সুকুক প্রচলিত আছে।