চীনের মানবাধিকার সুরক্ষাব্যবস্থা ফলপ্রসূ হচ্ছে: সিআরআই সম্পাদকীয়
2021-09-30 20:01:33

 

সেপ্টেম্বর ৩০: চীনের ‘জাতীয় মানবাধিকার কর্ম-পরিকল্পনা, ২০১৬-২০২০’-এ নির্ধারিত ১৬৮টি লক্ষ্য ও কাজের সবগুলো বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে অনেকগুলো নির্ধারিত সময়ের আগেই বাস্তবায়িত হয়েছে। মানবাধিকার রক্ষার ক্ষেত্রে চীনের এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে চীনের ভাবমূর্তি অনেক উজ্জ্বল করেছে।

চীনে এবারই প্রথম দেশটির মানবাধিকার উন্নয়ন-কার্যক্রমের বস্তুনিষ্ঠ ও ব্যাপক পর্যালোচনা ও মূল্যায়ন করেছে একটি তৃতীয় পক্ষ। সম্প্রতি প্রকাশিত ওই তৃতীয় পক্ষের প্রতিবেদন থেকে বিশ্ব দেখেছে, চীনের শাসকদল ‘জনগণের জন্য শাসন’ ধারণায় বিশ্বাস করে এবং এ ধারণার ভিত্তিতে চীনে মানবাধিকার সুরক্ষিত আছে।

জাতীয় মানবাধিকার কর্ম-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বর্তমান বিশ্বে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ। ২০০৯ সালে চীন আনুষ্ঠানিকভাবে "মানবাধিকার" নিয়ে একটি জাতীয় পরিকল্পনা প্রণয়ন করে। চীনের তৃতীয় মানবাধিকার উন্নয়ন পরিকল্পনা হিসেবে, ‘জাতীয় মানবাধিকার কর্ম-পরিকল্পনা, ২০১৬-২০২০’-এ বিশেষভাবে ১৬৮টি লক্ষ্য ও কাজ নির্ধারণ করা হয়। সেগুলোর সবই বাস্তবায়িত হয়েছে।

চূড়ান্ত পর্যবেক্ষণ অনুসারে: চীন সরকার গত পাঁচ বছরে জনগণকেন্দ্রিক উন্নয়ন-আদর্শ অনুসরণ করেছে; জনগণের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার, নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষা করেছে; সংখ্যালঘু জাতিগোষ্ঠীর অধিকার সংরক্ষণ করেছে; আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি বাস্তবায়ন করেছে এবং আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা খাতে সাফল্য অর্জন করেছে। মানবাধিকার রক্ষার ক্ষেত্রে চীনের এই অর্জন বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতির উন্নয়নেও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)