একাদশ বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শেষ
2021-09-30 16:56:51

সংবাদ পর্যালোচনা

 

সেপ্টেম্বর ৩০: গতকাল (বৃহস্পতিবার) একাদশ বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শেষ হয়েছে। বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের প্রধান প্রতিযোগিতা ইউনিট হিসেবে, ‘থিয়েন থান পুরস্কার’-এর চূড়ান্ত নির্বাচনের ফলাফলও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। চীনের চলচ্চিত্র ‘Beyond the Skies’ এবারের বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে বিজয়ী হয়েছে, এই চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা এবং সেরা ফটোগ্রাফিসহ তিনটি পুরস্কার জিতেছে। বিস্তারিত শুনুন আজকের সংবাদ পর্যালোচনায়।

 

চলতি বছর বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান ‘মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি’ ধারণাকে কেন্দ্র করে প্রযুক্তি ও নানা ফর্মে অনলাইনে ক্লাউড প্রযুক্তির মাধ্যমে আমন্ত্রিত দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে চলচ্চিত্রের ইতিহাস তুলে ধরেছে। যা বিশ্ব চলচ্চিত্রের বিভিন্ন রং, জাতীয়তা ও আঞ্চলিক ভাগ্যকে সংযুক্ত করেছে।

 

এবারের বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের প্রধান প্রতিযোগিতা ইউনিটের নির্বাচিত ১৫টি চলচ্চিত্র ভিন্ন ধরনের, বৈচিত্র্যময় ও দৃষ্টিভঙ্গিও বেশ সমৃদ্ধ। শুধু বিখ্যাত পরিচালকের চলচ্চিত্রই নয়, নতুন পরিচালকের উদ্ভাবনী চলচ্চিত্রও এতে অন্তর্ভুক্ত হয়েছিল।

 

চীনের চলচ্চিত্র ‘Beyond the Skies’ এবার বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে বিজয়ী হয়। এই চলচ্চিত্র সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা এবং সেরা ফটোগ্রাফিসহ তিনটি পুরস্কার জিতেছে। যুদ্ধ-বিষয়ক এই চলচ্চিত্র লাল ফৌজের গল্প তুলে ধরে। চীনের কাব্যিক চলচ্চিত্র নান্দনিকতার মাধ্যমে এই চলচ্চিত্র বিশ্বের হাজার বছর ধরে চীনের সাংস্কৃতিক মেজাজ এবং চির পরিবর্তিত পূর্ব সভ্যতাকে দেখিয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, ‘Beyond the Skies’ চলচ্চিত্রের প্রধান নির্মাতারা তাদের উত্তেজনা ও আনন্দ ধরে রাখতে পারেননি, তারা পরস্পরকে জড়িয়ে ধরেন, তাদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের আয়োজক কমিটি ও ‘থিয়েনথান পুরস্কার’ আন্তর্জাতিক জুরির প্রতি তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ‘Beyond the Skies’ চলচ্চিত্রের প্রধান নির্মাতা বলেন যে, “চলচ্চিত্র আমাকে একটি নতুন জীবনের অভিজ্ঞতা দিয়েছে। এজন্য আমি কৃতজ্ঞ। আমরা স্বাধীন ও সত্য প্রকাশের জন্য জীবনের অভিজ্ঞতা ব্যবহার করি, আমরা আমাদের মনের বাস্তবতাকে মুক্ত করি। বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবকে ধন্যবাদ, আমরা সবাই একসাথে চেষ্টা করেছি, আগামীতে চলচ্চিত্রের আরও উজ্জ্বল ভবিষ্যত তৈরি করবো।”

 

এবারের সেরা অভিনেত্রী হলেন চলচ্চিত্র ‘SLALOM’’-এর নোয়া আবিতা। ইরানের অভিনেতা শাহাব হুসেইনি এবং ডেনিশ অভিনেত্রী নানা স্কারাউপ ভস আলাদাভাবে ‘Any Day Now’ এবং ‘The Pact’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের কারণে ‘থিয়েনথান পুরস্কার’-এর সেরা পুরুষ ও নারী খলনায়ক পুরস্কার পেয়েছেন। একই সঙ্গে ‘Any Day Now’ চলচ্চিত্র সেরা সংগীতের পুরস্কারও জিতেছে। ‘The Pact’ চলচ্চিত্রের চিত্রনাট্যকার ক্রিশ্চিয়ান টপ সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জয় করেন।

 

এ ছাড়া চলচ্চিত্র ‘A Siege Diary’-এর পরিচালক আন্দ্রে জাইসেভ সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন। সমাপনী অনুষ্ঠানে, পরিচালক আন্দ্রে জাইসেভ অনলাইনে তার পুরস্কার পাওয়ার বক্তৃতা দেন এবং বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, “বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব থেকে এই পুরস্কার পেয়ে আমি কৃতজ্ঞ। আমি আশা করি, ভবিষ্যতে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করতে পারবো। কোভিড-১৯ মহামারী একটি বৈশ্বিক সমস্যা। আমরা চলচ্চিত্রের মাধ্যমে প্রকাশ করেছি যে, যতদিন আমরা অটল থাকবো, আমরা জিতবো। এটি একটি গুরুত্বপূর্ণ চেতনা।”

 

এবার বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব নয়দিন স্থায়ী হয়। চলচ্চিত্র উত্সবের থিম ফোরাম, চলচ্চিত্র কার্নিভাল ইত্যাদি অনলাইন ও অফলাইন কার্যক্রম আয়োজন করা হয়। তা ছাড়া সংশ্লিষ্ট সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে গভীর সহযোগিতাও হয়েছে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)