আজকের টপিক প্রসঙ্গ: চীনের সার্বিক সচ্ছল সমাজ ও সংশ্লিষ্ট শ্বেতপত্র
2021-09-30 16:49:01

সেপ্টেম্বর ৩০: চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয় গত মঙ্গলবার ‘চীনের সার্বিক সচ্ছল সমাজ’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করে। শ্বেতপত্রে বলা হয়, সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলা চীনা জাতির মহান পুনরুত্থানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চীনে কঠিন সংগ্রাম ও অবিরাম প্রচেষ্টার মাধ্যমে সার্বিক সচ্ছল সমাজ গড়ে উঠেছে। এটি মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তোলার ক্ষেত্রে ‘চীনা বুদ্ধি’ যুগিয়েছে বলা চলে।

১৯৭৮ সালে, চীনা বাসিন্দাদের জাতীয় মাথাপিছু নিষ্পত্তিযোগ্য আয় ছিল মাত্র ১৭১ ইউয়ান। ২০২০ সালের মধ্যে যা ৩২ হাজার ১৮৯ ইউয়ানে পৌঁছায়। এটি একটি বিশাল পরিবর্তন। এই পরিবর্তনের ফলে সাধারণ মানুষ ব্যক্তিগত গাড়ি কেনার সামর্থ্য অর্জন করে। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন এবং বিনোদনেও তাদের ব্যয় ক্রমাগত বাড়তে থাকে।  সমাজে কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, চিকিত্সাসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। জীবিকা ও উন্নয়নের অধিকার কার্যকরভাবে নিশ্চিত হয়।

শ্বেতপত্রে বলা হয়েছে,  চীনের সার্বিক সচ্ছল সমাজ হচ্ছে এমন একটি সমাজ যেখানে কেউ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হবে না। এই সমাজে কেউ পিছিয়ে থাকবে না, কোনো এলাকা হতদরিদ্র থাকবে না, কোনো সংখ্যালঘু জাতিও পিছিয়ে থাকবে না। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের ভাইস মন্ত্রী এবং রাজ্য কাউন্সিলের তথ্য অফিসের পরিচালক সু লিন শ্বেতপত্র প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন,

 

‘শ্বেতপত্রে নতুন যুগে দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে চীনের জয়কে তুলে ধরেছে। দেশের দরিদ্র জনগোষ্ঠীকে সাথে নিয়ে দেশের সকল মানুষ একটি উন্নত সমাজ গড়ার দিকে এগিয়ে যাচ্ছে; নগর ও গ্রামীণ উন্নয়ন একসঙ্গে সাধিত হচ্ছে; দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন-কার্যক্রম সমন্বিতভাবে এগিয়েছে এবং দেশে আঞ্চলিক সমন্বিত উন্নয়নের একটি নতুন প্যাটার্ন গড়ে উঠেছে।’

শ্বেতপত্র জোর দিয়ে বলা হয়েছে, চীন সর্বদা তার নিজস্ব উন্নয়নকে মানব উন্নয়নের সঙ্গে সমন্বিত করার ব্যবস্থায় রেখেছে; সব সময় চীনের জনগণের স্বার্থকে সব দেশের মানুষের সাধারণ স্বার্থের সাথে যুক্ত করেছে; সর্বদা বিশ্বশান্তির নির্মাতা হিসেবে কাজ করে গেছে; বৈশ্বিক উন্নয়নে অবদান রেখে এসেছে; আন্তর্জাতিক শৃঙ্খলার অন্যতম রক্ষাকারী হিসেবে ভূমিকা রেখেছে। চীন একটি সর্বাত্মক প্রচেষ্টায় একটি উন্নত সমাজ গড়ে তুলছে। চীনের কাজ মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার ক্ষেত্রে ‘চীনা বুদ্ধি’ যুগিয়েছে।

সাংবাদিক সম্মেলনে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপ-পরিচালক এবং জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পরিচালক নিং চ্য বলেন,

 

‘চীন বিশ্বকে ছাড়া চলতে পারে না, বিশ্বও চীনকে ছাড়া চলতে পারে না। একটি সার্বিকভাবে মধ্যম মানের সমৃদ্ধ সমাজ গঠনের প্রক্রিয়ায়, আমরা দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ও দীর্ঘমেয়াদী সামাজিক স্থিতিশীলতা অর্জনের ক্ষেত্রে অলৌকিক সাফল্য অর্জন করেছি। এতে চীনা জনগণের জন্য কেবলমাত্র সুস্পষ্ট সুবিধাই সৃষ্টি হয়নি, বরং এটি মানবসমাজের উন্নয়নের স্তরকেও ব্যাপকভাবে উন্নত করেছে।’

পরবর্তী পাঁচ বছরে চীন আরও সামনে এগুবে। চীন একটি সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। আর এর মাধ্যমেই পূরণ হবে চীনা জাতির মহান পুনরুত্থানের চীনা স্বপ্ন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)