‘ইসলামি বন্ড সম্ভাবনাময়, তাড়াহুড়োয় ভোক্তা বিভ্রান্ত হতে পারে’
2021-09-30 20:47:12

ব্যবসাপাতির ৪১তম পর্বে যা থাকছে:

# ইসলামি বন্ড ‘সুকুক’ কি?

# প্রচলিত সুদ ব্যবস্থার সঙ্গে জড়িয়ে গেলে আস্থা হারাবেসুকুক

# চীনে এবার পণ্য সরবরাহ করবে ড্রোন!

সপ্তাহের সাক্ষাৎকার:

‘ইসলামি বন্ড সম্ভাবনাময়, তাড়াহুড়োয় ভোক্তা বিভ্রান্ত হতে পারে’_fororder_微信图片_20211002142754

“১৯৯৩ সালে বাংলাদেশ ও মালয়েশিয়া একই সময়ে ইসলামি ব্যাংকিং শুরু করেছে। শুরু করার আগে মালয়েশিয়া একটা ইসলামি ব্যাংকিং ‘ল’ তৈরি করেছিলো, এত বছর পরে মালয়েশিয়া ইজ দ্যা ওয়ার্ল্ড লিডার অব ইসলামিক ফাইন্যান্স। এখনও আমরা চলছি গাইডলাইনের মাধ্যমে। এই সুকুকই বলেন বাংলাদেশ ব্যাংকের একটি গাইডলাইন কিংবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা গাইডলাইন আছে। কিন্তু এ ব্যাপারে তো একটি ‘ল’ (আইন) সহজেই করা যায়।”

                                     -. মোহাম্মদ হাসান