৫০ বছর পর
2021-09-30 16:15:22

৫০ বছর পর_fororder_hai

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাই লাই আ মু’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

হাই লাই আ মু ৪ এপ্রিল চীনের সিছুয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন সুরকারও বটে।

 

২০১৮ সালের অক্টোবর মাসে হাই লাই আ মু’র প্রথম গান ‘আ কুও জি ছুই’ প্রকাশিত হয়। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। নভেম্বর মাসে তিনি বিশেষ করে মায়ের জন্য ‘চাঁদ মা’ গানটি রচনা করেন। ২০২১ সালের ২২ মে চীনের লুও ইয়াং শহরে হাই লাই আ মু’র ব্যক্তিগত কনসার্ট আয়োজন করা হয়।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন হাই লাই আ মু’র গান ’৫০ বছর পর’। গানের কথায় বলা হয়: এই জীবনে সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার হল, তোমার সঙ্গে পরিচিত হওয়া। আর তুমিও আমাকে ভালোবাসো। এই বয়সে, আমি আর একাকী নই। কত সৌভাগ্য তোমার সঙ্গে থাকা!

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন হাই লাই আ মু’র কন্ঠে ‘তোমার হাজার মাইল’ নামের গানটি। গানের কথাগুলো এমন: তুমি কেন আনন্দের ভান করো, কেউ দুঃখিত বলে না। আমি তোমার জন্য অপেক্ষা করতাম, কারন আমি বিশ্বাস করতাম, তোমার চিরদিনের প্রতিশ্রুতি। এখন আর ভালোবাসতে পারি না, তোমার যত্ন নিতে পারি না।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন হাই লাই আ মু’র গান ‘বিদায়, বন্ধু’। গানের কথায় বলা হয়: চাঁদ আকাশে থাকে। সে জানে, আগামীকাল বিদায়ের সময়। আমরা গান গাই, মদ খাই, মাতাল হয়ে মনের কথা শেয়ার করি। এই জীবনে আনন্দ ও দুঃখের কথা বলি।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন হাই লাই আ মু’র গান ‘এই বিশ্ব’। গানের কথাগুলো এমন: সব ক্ষমা করলেও দুঃখ কমবে না। সব কিছু সহ্য করলেও কঠিনতা কমবে না। চাঁদ, চাঁদ, ঘুমে পড়বে না। মর্মাহত মানুষ মাতাল হয়ে গেছে।

আচ্ছা, শুনুন এই গান।

 

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাই লাই আ মু’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)