‘একই গান’
2021-09-30 16:27:17

‘একই গান’_fororder_mao

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাও আ মিনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

মাও আ মিন, ১৯৬৩ সালের ১ মার্চ চীনের শাংহাই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের বিখ্যাত কণ্ঠশিল্পী ও ভালো অভিনেতা।

১৯৮৫ সালে মাও আ মিনের প্রথম অ্যালবাম ‘গরম কফি’ বের হয়। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীতমহলে যোগ দেন।

 

১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে, মাও আ মিন আরেকটি অ্যালবাম ‘পথ হারানো মেয়ে’ প্রকাশ করেন। একই বছরের মে মাসে তিনি ‘বিশ্বকে ভালোবাসা দিয়ে ভরে রাখবো’ নামে সংগীতানুষ্ঠানে অংশ নেন। এ ছাড়া, তিনি চীনের রেকর্ডজ কোম্পানির শাংহাই শাখার সঙ্গে সহযোগিতা করে ‘সান মাওয়ের গান’ নামে অ্যালবাম প্রকাশ করেন।

 

বন্ধুরা, এখন শুনুন মাও আ মিনের গান ‘একই গান’। গানের কথাগুলো এমন: ফুল আমাকে বলে, তুমি কীভাবে সেই সময় কাটিয়েছো। এই জমি জানে, তোমার হৃদয়ের প্রতিটি মুহূর্ত। মিষ্টি স্বপ্ন, কেউ মিস করবে না। অবশেষে আজকের আনন্দ মিলনের সময়ে এসেছি। একই অনুভূতি আমাদের একই আকাঙ্ক্ষা দিয়েছে, একই আনন্দ আমাদের একই গান দিয়েছে।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন মাও আ মিনের কণ্ঠে ‘আকাঙ্ক্ষা’ গানটি। গানের কথায় বলা হয়: সময়ের নদীতে, সেই বছরের কথা বলা কঠিন। জীবনের পথ আমি খুঁজতে থাকি। মনে আন্তরিক জীবনের আকাঙ্ক্ষা পোষণ করি। কে ভুল এবং কে ঠিক তা জানাতে পারে। জীবনে দুঃখ, আনন্দ, সব আছে...।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন মাও আ মিনের গান ‘আকাশ এত বড়’। গানের কথায় বলা হয়: মা, চাঁদের আলোয়, আমি তোমার কথা মিস করি। মা, তোমার কোলে, চিরদিনের ভালোবাসা আছে। মা, তুমি থাকলে ঘর আলোকিত। আকাশ এত বড়, শুধু তোমার ভালোবাসাই নিখুঁত।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন আপনাদের শোনাবো মাও আ মিনের গান ‘আমি মাতৃভূমির আকাশ ভালোবাসি’। গানের কথাগুলো এমন: আমি মাতৃভূমির নীল আকাশ ভালোবাসি, সাদা মেঘ আমার জন্য পথ তৈরি করে দেয়। বাতাস আমাকে নীল আকাশে পৌঁছে দেয়। নৌসেনা সমুদ্র ভালোবাসে, আমি মালভূমি ভালোবাসি।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাও আ মিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)