স্যুই শিয়াও ফেং
2021-09-29 15:47:23

স্যুই শিয়াও ফেং ১৯৪৯ সালের ১ ফেব্রুয়ারিতে চীনের উহান শহরে জন্মগ্রহণ করেন। তিনি হংকংয়ের একজন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী। ১৯৫১ সালে তিনি পরিবারের সঙ্গে হংকং পাড়ি জমান। ১৯৬৬ সালে তিনি ‘হংকং গায়ক’ নামে এক সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। ১৯৬৯ সালে তিনি তাঁর প্রথম অ্যালবাম ‘দেয়াল’ প্রকাশ করেন এবং আনুষ্ঠানিকভাবে শোবিজে পা রাখেন।

স্যুই শিয়াও ফেং_fororder_61f293c5aa545d4ae9a0b541636f012a

১৯৭২ সালে স্যুই শিয়াও ফেং প্রথমবারের মতো ‘হাল্কা ধূম’ নামের চলচ্চিত্র অভিনয় করেন। ১৯৭৩ সালে তিনি চিরন্তন রেকর্ডস কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেন। ১৯৭৫ সালে তিনি ‘সমুদ্রের গল্প’ নামে অ্যালবাম প্রকাশ করেন। ১৯৭৮ সালে তিনি ‘একসঙ্গে থাকা’ নামে একটি অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামে অন্তর্ভূক্ত তাইওয়ানের একটি লোক গান ‘চালের ডাম্পলিংস’ চীনের মূল-ভূভাগে খুবই জনপ্রিয় হয়েছিল। ১৯৮১ সালে প্রকাশিত ‘বাতাসের ঋতু’ তাঁর প্রতিনিধিত্বমূলক গানগুলোর অন্যতম। 

স্যুই শিয়াও ফেং_fororder_u=934128550,1697637830&fm=253&fmt=auto&app=138&f=JPEG

‘তারা’ গানটি আসলে জাপানের সঙ্গীতজ্ঞ তানিমুরা শিনজির একটি গান। অনেক দেশেই গানটি সমানভাবে জনপ্রিয়। সেজন্য গানটির অনেক ভাষার সংস্করণ রয়েছে। স্যুই শিয়াও ফেংও গানটি গেয়েছেন।

স্যুই শিয়াও ফেং_fororder_src=http___nimg.ws.126.net__url=http___dingyue.ws.126.net_2021_0628_75ebbd8ep00qveqql003xc000hs00ctm.png&thumbnail=650x2147483647&quality=80&type=jpg&refer=http___nimg.ws.126

‘সেই মহিলার মুখ শরতের জলের মতো পরিষ্কার এবং উজ্জ্বল’ স্যুই শিয়াও ফেংয়ের একটি অ্যালবামের নাম। ১৯৮৪ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত অ্যালবামটিতে মোট ১২টি গান রয়েছে। এটি তাঁর প্রথম চীনা ভাষার অ্যালবাম। সে বছর তিনি বেশ কয়েকটি পুরনো গান পুনরায় গেয়েছেন। বন্ধুরা, এখন আমি আপনাদের এই অ্যালবামের দু’টো গান শোনাতে চাচ্ছি, একটি অ্যালবামের শিরোনাম সংগীত তথা ‘সেই মহিলার মুখ শরতের জলের মতো পরিষ্কার এবং উজ্জ্বল’ এবং অন্যটি  ‘চাঁদের আলো’। 

স্যুই শিয়াও ফেং_fororder_src=http___dingyue.nosdn.127.net_ffhPyKIDKIfi22U4HhuOD5uMy6mazAptHfSYpsn4LQQ8Q1527590946216compressflag.png&refer=http___dingyue.nosdn.127

১৯৯২ সালে স্যুই শিয়াও ফেং ৪৩টি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন এবং হংকং কলোসিয়ামে সঙ্গীতানুষ্ঠানে আয়োজনের রেকর্ড সৃষ্টি করেন। ১৯৯৫ সালে তিনি ১৫টি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করার পর শোবিজ ত্যাগ করেন। ২০০৫ সালে তিনি মঞ্চে ফিরে এসে আবার ২৩টি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। এরপর তিনি চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করতে থাকেন। খুব কর্মচঞ্চল একজন মানুষ তিনি, তাইনা? ‘বিদায় বলা কঠিন’ গানটি স্যুই শিয়াও ফেং ১৯৮৮ সালে প্রকাশিত অ্যালবামের শিরোনাম সংগীত। এটি অনেক জনপ্রিয় একটি গান। 

স্যুই শিয়াও ফেং_fororder_src=http___inews.gtimg.com_newsapp_bt_0_13925750010_1000&refer=http___inews.gtimg

গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের এই মহান শিল্পীর আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘ভালোবাসার গান’। (প্রেমা/এনাম)