১৭তম সংস্কৃতি শিল্পমেলা উদ্বোধন, দেশে ও বিদেশে এক লাখেরও বেশি সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্প পণ্য প্রদর্শিত
2021-09-29 16:45:01

১৭তম চীন (সেনচেন) সংস্কৃতি শিল্পমেলা ২৩ সেপ্টেম্বর সেনচেন শহরে উদ্বোধন করা হয়েছে। প্রথম অনলাইন ও অফলাইন মিথস্ক্রিয়ার সংমিশ্রণে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী হিসেবে, এই বছরের সংস্কৃতি মেলা প্রদর্শন পদ্ধতিও বৈচিত্র্যপূর্ণ ও প্রদর্শিত বিষয়বস্তুও অনেক সমৃদ্ধ।

 

এবারের সংস্কৃতি মেলায় প্রায় ২৫০০টি সরকারি প্রতিনিধিদল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং প্রায় ৯’শটি সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠান অনলাইনে যোগ দেয়। সারা দেশের ৩১টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল, শহর এবং হংকং, ম্যাকাও, তাইওয়ান অঞ্চল প্রদর্শনীতে অংশ নিয়েছে। এর মধ্যে ফুচিয়েন প্রদেশও অনলাইনে অংশ নেয়। তা ছাড়া বিশ্বের ৩০টি দেশ ও অঞ্চলের সাংস্কৃতিক শিল্পপ্রতিষ্ঠানগুলো অনলাইনে মেলায় অংশ নেয়।

সংস্কৃতি মেলায় প্রতিবছর দেশ ও বিদেশের ১ লাখেরও বেশি সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্প পণ্য এবং ব্যবসা নিয়ে আসে। যা চীনের সাংস্কৃতিক উদ্ভাবন উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। কুয়াংতুং প্রদর্শনী এলাকায়, ডিজিটাল বিষয়বস্তু যেমন মিডিয়া ইন্টিগ্রেশন, থিম প্রকাশনা, ৫জি, ৪কে/৮কে, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআর/ভিআর ইত্যাদির উপর ফোকাস করা হয়। কুয়াংতুং প্রতিনিধিদলের প্রতিনিধি, চায়না সাউদার্ন আর্থিক অ-মিডিয়া গ্রুপের জেনারেল ম্যানেজার চাং জি পিং বলেন, এবারে প্রদর্শনীতে কুয়াংতুংয়ের প্রদর্শনী এলাকা সবচেয়ে বড়।

 

তিনি বলেন, “এবার আমাদের কুয়াংতুং প্রদর্শনী এলাকার দু’টি প্রধান বৈশিষ্ট্য আছে। প্রথমটি হলো উদ্ভাবন। প্রধানত প্রযুক্তিগত উদ্ভাবন, এবং শিল্প ও কারুশিল্প উদ্ভাবন, যা ইন্টিগ্রেশন, সংস্কৃতি ও পর্যটন ইন্টিগ্রেশন এবং মিডিয়া ইন্টিগ্রেশন তুলে ধরে।”

গত বছর মহামারীর কারণে সংস্কৃতিমেলা অনলাইনে আয়োজন করা হয়। তবে অনলাইনে অনুষ্ঠিত হলেও প্রদর্শনীর আকার, দর্শকসংখ্যা, আন্তর্জাতিকীকরণের মান এবং লেনদেনের ফলাফল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ বছরের সংস্কৃতি শিল্প মেলার ৭০ শতাংশেরও বেশি প্রদর্শকের শিল্পপ্রতিষ্ঠান হলো জাতীয় সাংস্কৃতিক শিল্পের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান।

 

১৪ নম্বর প্রদর্শনী হল স্মার্ট রেডিও ও টেলিভিশন প্রদর্শনী এলাকার দায়িত্বে থাকা ব্যক্তি ভ্যান ডি মনে করেন, “আমরা এখন একটি খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি। এটি হলো প্রযুক্তি, সংস্কৃতি এবং আমাদের পণ্য ও মডেলের সেটিংয়ের মাধ্যমে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া।”

১৭তম সংস্কৃতি শিল্প মেলার অফলাইন প্রধান প্রদর্শনী ৫দিন স্থায়ী হয়। প্রথম দুই দিন পেশাদার দর্শকদের দিন এবং পরের তিন দিন পাবলিকের জন্য খোলা থাকবে। বিদেশি মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের প্রকৃত পরিস্থিতি বিবেচনায় এবারের প্রদর্শনী বিদেশী কর্মীদের চীনে অংশগ্রহণের আমন্ত্রণ জানায় না। মূল অফলাইন ‘এক অঞ্চল, এক পথ’ আন্তর্জাতিক প্যাভিলিয়ন অনলাইনে রূপান্তরিত হয়েছে।