আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন মোরশেদুল হাসান আরিফ। তিনি চায়নার নানজিং অডিট বিশ্ববিদ্যালয় থেকে ফিনেন্সে মাস্টার্স শেষ করে বর্তমানে হাঙ্গেরিতে অবস্থিত ইউরোপের একটি নামকরা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সি অব ডেব্রিচেনে পিএইচডি করছেন। তার গবেষণা ফিনেন্সিয়াল টেকনোলজি ও এনার্জি ইকনোমিক্স। আরিফ এর আগে চীন সরকারের আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট অ্যাওয়ার্ড, নানজিং অডিট বিশ্ববিদ্যালয় থেকে বেস্ট পোস্ট-গ্রাজুয়েট অ্যাওয়ার্ড ও বেস্ট থিসিস অ্যাওয়ার্ড জিতে সুনামের সাথে মাস্টার্স শেষ করেন। তিনি চায়নাতে থাকাকালীন বেশ কয়েকটি Q1 High Impact Factor জার্নালে তার গবেষণাপত্র প্রকাশ করেন। আরিফ এখনও তার প্রিয় নানজিং শহরকে অনেক মিস করেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।