'যোগাযোগ করবো না'
2021-09-25 17:15:36

'যোগাযোগ করবো না'_fororder_微信图片_20210925171411

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের একজন নারী কন্ঠশিল্পীর পরিচয় দেবো। তিনি হলেন ছেং স্যিয়াং। তিনি চীনের আনহুই প্রদেশের হুয়াইনানে জন্মগ্রহণ করেন। তিনি ‘যোগাযোগ করবো না’ ও ‘কনে আমি না’ দু’টি গানের কারণে বর্তমান চীনের সবচেয়ে জনপ্রিয় নারী কন্ঠশিল্পী। আজকের অনুষ্ঠানে আমি প্রথমে আপনাদেরকে শোনাবো তাঁর কন্ঠে ‘যোগাযোগ করবো না’ শীর্ষক গান। গানটি ২০১২ সালে রিলিজ হয়। গানটি একটি টিভি সিরিজের থিম সং। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা শুনছিলেন ছেং স্যিয়াংয়ের কন্ঠে ‘যোগাযোগ করবো না’ শীর্ষক গান। ২০০৭ সালে ছেং স্যিয়াং এশিয়া মিউজিক উত্সবের নতুন কন্ঠশিল্পী প্রতিযোগিতার চীনা মূল ভূভাগের চ্যাম্পিয়ন হন। ২০১১ সালে তিনি প্রথম ইপি প্রকাশ করেন। ২০১২ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১৩ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০১৪ সালে তিনি তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘বোধগম্য বয়স’ শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। ছেং স্যিয়াং নিজে গানের সুর রচনা করেন এবং কথা লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছেং স্যিয়াংয়ের কন্ঠে ‘বোধগম্য বয়স’ শীর্ষক গান। ২০১০ সালে ছেং স্যিয়াং একটি মিউজিক কোম্পানিতে যোগ দেন। একই বছরের ১১ অক্টোবর তিনি প্রথমে নিজের শ্রোতাসম্মেলন আয়োজন করেন। নভেম্বরে তাঁর গান চীনা ভাষা সংগীত তালিকার শ্রেষ্ঠ পাঁচটি গানের তালিকায় অন্তর্ভুক্ত হয়। ১১ ডিসেম্বরে তিনি দ্বিতীয় বারের মতো শ্রোতাসম্মেলন আয়োজন করেন। ছেং স্যিয়াংয়ের অধিকাংশ গান হলো ব্যর্থ প্রেমের গান। ২০১১ সালের জানুয়ারি মাসে প্রকাশিত তাঁর গান সে বছরের ব্যর্থ প্রেমের গানের তালিকায় অন্তর্ভুক্ত হয়। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘তিন প্রজন্মের সম্পর্ক’ শীর্ষক গান। গানটি ২০১৯ সালে প্রকাশিত একই নামের অ্যালবামের প্রধান গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

'যোগাযোগ করবো না'_fororder_微信图片_20210925171406

বন্ধুরা, শুনছিলেন ছেং স্যিয়াংয়ের কন্ঠে ‘তিন প্রজন্মের সম্পর্ক’ শীর্ষক গান। ২০১১ সালের মার্চ মাসে তিনি সে বছরের ইপি প্রকাশ করেন। জুন মাসে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। জুলাই মাসে তিনি আরেকটি ইপি প্রকাশ করেন। ২০১০ সালের জানুয়ারি মাসে তিনি নতুন গান প্রকাশ করেন। জুন মাসে তিনি চীনের বিখ্যাত সংগীত-প্রযোজক স্যিয়া থিয়ান’র রচিত সংগীত প্রকাশ করেন। ২০১৩ সালে তিনি মোট ৫টি গান প্রকাশ করেন। ২০১৪ সালে তিনি নতুন অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘এতো বড় বিশ্বে তোমার সঙ্গে দেখা হয়’ শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছেং স্যিয়াংয়ের কন্ঠে ‘এতো বড় বিশ্বে তোমার সঙ্গে দেখা হয়’ শীর্ষক গান। তিনি হলেন চীনের শহর ও গ্রাম নির্মাণ কমিশনের যুবক স্বাস্থ্য সমিতির বিশেষ দূত। ২০০৮ সালে তিনি চীনা বিদ্যালয়ের যুবক শিল্প প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘কনে আমি না’ শীর্ষক গান। গানটিতে ছেং স্যিয়াংয়ের নিজের অভিজ্ঞতা বর্ণনা করা হয়। অ্যালবামটি প্রকাশ করার পর ছেং স্যিয়াং চীনে জনপ্রিয়তা পান। তাঁর গান ওয়েবসাইটে দ্রুত জনপ্রিয় হয়। গানটি ২০১০ সালে রিলিজ হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ছেং স্যিয়াংয়ের কন্ঠে ‘কনে আমি না’ শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ভুলে গেছো কেন?’ শীর্ষক গান। গানটিতে বলা হয়েছে: যখন আগের প্রতিশ্রুতি চিন্তা করি, তখন আমার অশ্রু পড়ে। স্মৃতি ভুলে যাবো না, অবশ্যই তুমি মনের মধ্যে আছো। আগে বাতাসে বৃষ্টিও ছিল। তুমি আমার ভালবাসা এনে দিয়েছো। আমার মনে হয়, পরস্পরকে ভুলে গেলে ভালো হয়। গভীর স্বপ্নে আমি ও তুমি অপরিচিত ব্যক্তির মতো। চূড়ান্ত শুধু আমি একা। আগের সুখ ও আগের দুঃখ আমি একা কিভাবে ভুলে যাবো?

চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)