…বাবার প্রবন্ধ-সাহিত্য, তার গবেষণা- খুবই বড় ব্যাপার। এ ক্ষেত্রে তিনি বিরাট পন্ডিত। তবে, সংগীতে- গীত-রচনায় তিনি অতুলনীয়। রবীন্দ্র-নজরুলের ধারাতে তার মতো শক্তিমান, তুলনীয় গীতিকার বাংলাদেশে বিরল। তাঁর মূল্যায়ন কবিতাতে হয়নি, গীতিকবিতাতে হয়নি।
তার ছবি কবিতাসহ দু’চারটি কবিতা নিয়ে যতো আলোচনা- তার তো আরও অনেক ভালো ভালো কবিতা রয়েছে!
ছবি: শিল্পী সুজিত মোস্তফা
তুমি যে আমার কবিতা, অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, তোমার কাজল কেশ ছড়ালো বলে, সেই চম্পা নদীর তীরে, নদীর মাঝি বলে এসো নবীন কিংবা অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা- আমরা যখন এ গানগুলো শুনি তখন অনেকেই জানি না যে- কালজয়ী এ গানগুলোর স্রষ্টা আবু হেনা মোস্তফা কামাল।
২৩ সেপ্টেম্বর কবি, লেখক ও শিক্ষাবিদ আবু হেনা মোস্তফা কামালের ৩২তম প্রয়াণ বার্ষিকী। চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাবার স্মৃতিচারণ করলেন কবিপুত্র, বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী সুজিত মোস্তফা। শুনিয়েছে বাবার কালজয়ী কিছু গান।
সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম।
ছবি কবিতার আবৃত্তিশিল্পী: তামান্না ডেইজী।
সম্পাদনা: তানজিদ বসুনিয়া।