দেহঘড়ি পর্ব-৩৬
2021-09-24 19:01:22

‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, সাক্ষাৎকার-ভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’, স্বাস্থ্যবিষয়ক ভুল ধারণা নিয়ে আলোচনা ‘ভুলের ভূবনে বাস’ এবং একটি বিশেষ সাক্ষাৎকার।

## প্রতিবেদন

বাংলাদেশে ২ ডোজ টিকা পেয়েছেন ৯ শতাংশের বেশি মানুষ

দেহঘড়ি পর্ব-৩৬_fororder_d1

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে মুক্তি পেতে টিকা নেওয়ার প্রতি বেশ আগ্রহ বেড়েছে বাংলাদেশের সাধারণ মানুষের। টিকা প্রয়োগেও গতি এসেছে।

চলতি বছর ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয় গণটিকা কার্যক্রম। এরপর আগস্ট পর্যন্ত ৪ শতাংশের কিছু বেশি মানুষকে দুই ডোজ দেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু গেল ৩ সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ গেল ৭ মাসে পূর্ণ ২ ডোজ টিকা পেয়েছেন ১ কোটি ৫৭  লাখ ৮১ হাজার মানুষ।

এদিকে আগামী এক সপ্তাহের মধ্যে সরকার এক কোটিরও বেশি মানুষকে টিকা দিতে উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

করোনা সংক্রমণ ঠেকাতে দেশের ৮০ শতাংশ নাগরিককে বিনা মূল্যে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশে বর্তমানে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ। সে হিসাবে সাড়ে ১৩ কোটি মানুষকে টিকার আওতায় আনতে হবে। এ জন্য বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ করছে বাংলাদেশ সরকার।  - অভি/রহমান

 

##হেল্‌থ বুলেটিন

বাংলাদেশে পৌঁছেছে সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা

দেহঘড়ি পর্ব-৩৬_fororder_d2.jpg

চীনের সিনোফার্ম-তৈরি আরও ৫০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা বাংলাদেশে পৌঁছেছে। গত বুধবার মধ্যরাতে টিকাবহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের জনসংযোগ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমগুলোকে এ তথ্য জানান। এনিয়ে সিনোফার্মের মোট ২ কোটি ৯৯ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।

নতুন করে ৮৯ লাখ টিকা বরাদ্দ পেল বাংলাদেশ

কোভ্যাক্স উদ্যোগের আওতায় নতুন করে ৮৯ লাখ ডোজ করোনাভাইরাসের টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। এ বছরের শেষের দিকে এই টিকা বাংলাদেশে আসবে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফরে থাকা বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানান, বরাদ্দ পাওয়া টিকার মধ্যে ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার। এ বছরের শেষ তিন মাসে অন্যান্য উৎস থেকে আরও টিকা আসবে বলে আশা প্রকাশ করেছেন শাহরিয়ার আলম।

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ছাড়িয়েছে

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৭ লাখ ২২ হাজারেরও বেশি মানুষের। আর করোনা থেকে সুস্থ হয়েছে ২০ কোটি ৭০ লাখ মানুষ। বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সে এই তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা-আক্রান্ত দেশের তালিকায় এক নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তালিকায় দুই ও তিনে অবস্থান করছে যথাক্রমে ভারত ও ব্রাজিল। সর্বাধিক করোনা আক্রান্তের এই তালিকায় ২৮ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

 

বাংলাদেশি তরুণী পেলেন গোলকিপার্স অ্যাওয়ার্ড

দেহঘড়ি পর্ব-৩৬_fororder_d3

মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে ‘গোলকিপার্স গ্লোবাল চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২১’ পেয়েছেন বাংলাদেশি তরুণী ফাইরুজ ফাইজা। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যারা কাজ করছে এমন ব্যক্তিদের ‘গোলকিপার্স গ্লোবাল চেঞ্জমেকার’ অ্যাওয়ার্ড দেয় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন । ‘মনের স্কুল’ নামে একটি প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা ফাইরুজ। এই প্রতিষ্ঠানটি অনলাইনে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে।

চীনে করোনাভাইরাসের টিকাগ্রহণের হার বিশ্বে সর্বোচ্চ

গত শনিবার পর্যন্ত চীনে মোট ২১৭ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। মোট ১১০ কোটিরও বেশি মানুষকে এসব টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ বা দুই ডোজ টিকা নিয়েছে ১০২ কোটিরও বেশি মানুষ। টিকা গ্রহণকারীর সংখ্যা দেশের মোট জনসংখ্যার ৭৮ শতাংশ। অর্থাৎ, চীনে করোনাভাইরাসের টিকার ডোজ ও টিকা নেওয়া মানুষের সংখ্যা বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। চীনের রাষ্ট্রীয় পরিষদ এ তথ্য জানিয়েছে।

 

 

## আপনার ডাক্তার

দেহঘড়ি পর্ব-৩৬_fororder_d4

দেহঘড়ির আজকের পর্বে আমরা কথা বলেছি লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার নিয়ে। লিউকেমিয়া রক্ত বা অস্থিমজ্জার এক ধরনের ক্যান্সার। অল্প বয়সীদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। এই রোগের প্রকৃত কারণ অজানা। তবে ধূমপান, তেজস্ক্রিয়তা, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল এ রোগের ঝুঁকি বাড়ায়। লিউকেমিয়া হলে স্বাভাবিক রক্ত উৎপাদন ব্যাহত হয়। ফলে শরীরে নানা রকম উপসর্গ দেখা দেয়, যেমন স্বল্প চোটে রক্তপাত, খাবারে অরুচি, বুক ধড়ফড় করা, শরীর ফ্যাকাসে হয়ে যাওয়া, ঘন ঘন সংক্রমণ বা জ্বর হওয়া, গায়ে কালো কালো দাগ পড়া, ইত্যাদি। প্রতিবছর বিশ্বে লক্ষ লক্ষ মানুষ মারা যায় এ রোগে। ২০১০ সালে বিশ্বজুড়ে লিউকেমিয়ায় প্রাণ হারায় প্রায় ২ লাখ ৮১ হাজার ৫শ মানুষ।  এ রোগ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হন হেমাটোলজি বিশেষজ্ঞ ডা. গুলজার হোসেন উজ্জল। তিনি কাজ করছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে।

 

#টেলিমেডিসিন সেবা নিয়ে বিশেষ সাক্ষাৎকার

টেলিমেডিসিন সেবা দিন দিন জনপ্রিয় হচ্ছে বিশ্বজুড়ে, বিশেষ করে বর্তমানে কোভিড-১৯ মহামারিকালে এ সেবার প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে বহুলাংশে। টেলিমেডিসিন সেবা প্রদানে চীন এগিয়ে আছে অনেক দেশের তুলনায়। সেখানকার এ সেবা নিয়ে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে কথা বলেছেন ডাক্তার আরিফুল হক। তিনি চীনের ইউননানে অবস্থিতি খুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইয়ান আন হাসপাতালে কর্মরত আছেন অর্থোপেডিক সার্জারি ডিপার্টমেন্ট আবাসিক চিকিৎসক হিসাবে। সাক্ষাৎকার নিয়েছেন হাবিবুর রহমান অভি।

দেহঘড়ি পর্ব-৩৬_fororder_d5

ডা. আরিফুল হক

 

 

  • দেহঘড়ি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cnর মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।