পুঁজি বাজারের আন্তর্জাতিক মানের স্থিতিশীল উন্নতি
2021-09-23 09:00:34

সম্প্রতি শেনজেন স্টক এক্সচেঞ্জ (এসজেডএসই) আয়োজিত ৬০তম বিশ্ব ফেডারেশন অব এক্সচেঞ্জসের  (ডাব্লিউএফই) সদস্য সম্মেলন ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব অর্থনীতির স্থিতিশীল পুনরুদ্ধারে পুঁজি বাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভবিষ্যতে উন্মুক্তকরণ ও সহযোগিতা গভীরতর করে আরো উঁচু মানের উন্মুক্ত ও সহযোগিতার মাধ্যমে মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর সৃজনশীলতা ও উন্নয়ন ত্বরান্বিত করার বিষয়টি সম্মেলনে গুরুত্ব পায়। চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ই হুই মান উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় বলেন, চীনের পুঁজি বাজার আরো উন্মুক্ত এবং উচ্চমানের উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করবে।

পুঁজি বাজারের আন্তর্জাতিক মানের স্থিতিশীল উন্নতি_fororder_eab3c26a8dc1415cab4966b066f2b91e

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর গভীর ও জটিল পরিবর্তন ঘটছে। কোভিড-১৯ মহামারী সারা বিশ্বের অর্থনৈতিক পুনরুদ্ধার ও আর্থিক স্থিতিশীলতার জন্য গুরুতর চ্যালেঞ্জ ডেকে আনছে। কিন্তু সাধারণত বিশ্ব পুঁজি বাজার মহামারী মোকাবিলায় শক্তিশালী বলিষ্ঠতা দেখিয়ে প্রতিষ্ঠানের উত্পাদন পুনরুদ্ধার এবং অর্থনীতির দ্রুত পুনরুদ্ধারকে সমর্থন দেয়ার জন্য সুষ্ঠু শর্ত সৃষ্টি করেছে।

 

বিশ্ব পুঁজি বাজারের বর্তমান উন্নয়ন পরিস্থিতি প্রধানত উন্মুক্ত ও সহযোগিতার ওপর নির্ভর করছে। সম্মেলনে অংশগ্রহণকারীরা মনে করেন, বিশেষ করে ৩০ বছরেরও বেশি সময়ের উন্নয়নের পর চীনের পুঁজি বাজারের মাত্রা, ব্যবস্থা কাঠামো, উন্নয়নের মান এবং উন্মুক্ত মানসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক অগ্রগতি লাভ করেছে। মহামারীর ঝুঁকি ও প্রভাবের সামনে চীনা পুঁজি বাজারের সংস্কার ও উন্মুক্তকরণের পদক্ষেপ ধীর হয়নি, বরং অধিকতরভাবে দ্রুততর হচ্ছে। কিন্তু বর্তমানে মহামারীর কারণে কিছু অনিশ্চয়তাও রয়েছে। বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধার অস্থিতিশীল ও অসম হয়ে পড়েছে। তাই ভবিষ্যতে অধিকতর উন্মুক্তকরণ ও সহযোগিতা দরকার। চীনা পুঁজি বাজারের পরবর্তী গতিবিধির ওপর মনোযোগ রয়েছে সারা বিশ্বের।

 

‘আমরা দেশের নতুন দফা উচ্চমানের উন্মুক্তকরণের বন্টন অনুযায়ী, অধিকতরভাবে উন্মুক্তকরণ সম্প্রসারণের সংশ্লিষ্ট ব্যবস্থা নিয়ে গবেষণা করছি।’ ই হুই মান বলেন, নির্দিষ্ট ব্যবস্থায় পণ্য ও আন্তর্জাতিক আর্থিক ভবিষ্যত সরবরাহ সম্প্রসারণ করা, বিদেশে কর্মীদের যোগ্যতা সনদ ব্যবস্থা প্রতিষ্ঠার ত্বরান্বিত করা, বিদেশি সংস্থা ও পুঁজি বিনিয়োগকারীদের চীনা পুঁজি বাজারে যোগ দেয়ার জন্য আরো ন্যায়সঙ্গত, উচ্চ কার্যকর ও সুবিধাজনক সেবা সরবরাহ করা ইত্যাদি চীনের গবেষণায় অন্তর্ভুক্ত।

 

আন্তঃসীমান্ত তত্ত্বাবধান ও নিরীক্ষা সম্পর্কে ই হুই মান বলেন, বর্তমানে মহামারীর বিশেষ প্রেক্ষাপটে বিভিন্ন দেশ ও অঞ্চলের সংশ্লিষ্ট সংস্থার আরো বেশি দায়িত্ব পালন করা, বাজারায়নের মৌলিক নীতি মেনে পেশাগত মনোভাব নিয়ে যৌথভাবে সহযোগিতার বিভিন্ন সমস্যা সমাধান ত্বরান্বিত করতে হবে।

 

বিশ্ব পুঁজি বাজারের দ্রুত উন্নয়ন ও আন্তঃযোগাযোগ প্রক্রিয়ায় পুঁজি বাজারের সংযোগস্থল হিসেবে এসজেডএসই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এবং বাজারের নিরাপদ ও প্রচলিত কার্যকর সুরক্ষার গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে কাজ করে।

পুঁজি বাজারের আন্তর্জাতিক মানের স্থিতিশীল উন্নতি_fororder_c2cec3fdfc039245c8c7efdee604b7cb7c1e250d

এসজেডএসই হল চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ফলাফল। এটি সবসময় উন্মুক্তকরণে অবিচল থাকার পাশাপাশি উন্মুক্তকরণ সম্প্রসারণ করতে থাকে। বর্তমানে বিশ্বের ৫২টি বাজার সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে ধারাবাহিকভাবে আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদার করছে। ইতিবাচকভাবে আরো বেশি আন্তর্জাতিক সংস্থার বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে এটি।

 

এসজেডএসই-এর কাউন্সিলের প্রেসিডেন্ট ওয়াং চিয়ান চুন বলেন, আরো গভীর ও বড় মাত্রার উন্মুক্তকরণের মাধ্যমে আন্তঃসীমান্ত বিনিয়োগের চ্যানেল ও পণ্য আরো সমৃদ্ধ হবে। বৈদেশিক পুঁজি চীনা অর্থনীতির ওপর ভরসা রাখে। চীনা পুঁজি বাজার ও বিশ্ব বাজারের যোগাযোগ দিনদিন ঘনিষ্ঠ হচ্ছে।

 

সাম্প্রতিক বছরগুলোতে নতুন প্রজন্মের তথ্য প্রযুক্তি এবং আর্থিক সৃজনশীলতার দ্রুত উন্নয়নের সঙ্গেসঙ্গে মহামারীর প্রভাবসহ পুঁজি বাজারের রূপ ও শিল্প ইকোলজির গভীর পরিবর্তন হয়েছে। ভবিষ্যতে বিশ্ব পুঁজি বাজার আরো উঁচু মানের উন্মুক্তকরণ ও সহযোগিতার প্রক্রিয়ায় এসজেডএসই-এর উচিত নিজের বৈশিষ্ট্যপূর্ণ ভুমিকা পালন করা।

 

চায়না ইনভেস্টমেন্ট কর্পোরেশনের ডেপুটি-জেনারেল ম্যানেজার ও উপ-প্রধান বিনিয়োগ কর্মকর্তা ছি বিন মনে করেন, ভবিষ্যতে এসজেডএসই-এর তিনটি ক্ষেত্রে ভূমিকা পালন করা উচিত: এক, মহামারীর কারণে ওষুধ ও চিকিত্সা সরঞ্জামসহ নতুন বাণিজ্যিক কার্যক্রমের উন্নয়ন ত্বরান্বিত করা; দুই, ইএস জি অর্থাত্ পরিবেশ, সমাজ ও শাসন খাতে বিনিয়োগ ত্বরান্বিত করা, এবং তিন, পুরোপুরিভাবে সম্পদ বণ্টন ফাংশন কাজে লাগিয়ে বিভিন্ন অর্থনৈতিক গোষ্ঠীর মধ্যে অর্থনৈতিক ভারসাম্য বাস্তবায়ন করা, যাতে বিশ্ব অর্থনীতির সম্প্রীতিময় ও সুশৃঙ্খল উন্নয়ন হয়।

পুঁজি বাজারের আন্তর্জাতিক মানের স্থিতিশীল উন্নতি_fororder_20210907074921167

অব্যাহতভাবে উন্মুক্তকরণের মান সম্প্রসারণ করা, উন্মুক্তকরণের মাধ্যমে সংস্কার ত্বরান্বিত করে পরিষেবা সত্তার অর্থনৈতিক সামর্থ্য উন্নীত করা এবং মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের সৃজনশীল উন্নয়নে সমর্থন দেয়া চীনের পুঁজি বাজার সংস্কার ও উন্নয়নের প্রধান কাজ। বর্তমানে মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান চীন আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং অর্থনীতির উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করার গুরুত্বপূর্ণ ভিত্তিতে পরিণত হয়েছে। মহামারি বারবার গুরুতর, পণ্যের মূল্য বৃদ্ধি এবং সাপ্লাই চেইনের বাধাসহ বিভিন্ন কারণে মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের অবস্থা ভালো ছিল না। তাদের উন্নয়নকে সমর্থন দেয়ার পথ বের করা চীনা এমনকি বিশ্ব পুঁজি বাজারের অভিন্ন বিষয়।

 

লক্ষ্যণীয় বিষয় হলো, চীনের পুঁজি বাজার উন্মুক্তকরণের মান অব্যাহতভাবে উন্নতি হবার সঙ্গেসঙ্গে আরো বেশি বিদেশী মধ্য ও দীর্ঘমেয়াদী পুঁজি তাতে আসছে। ফলে মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আরো সমৃদ্ধ উত্স যুগিয়েছে।

 

বর্তমানে চীনের পুঁজি বাজারে বিদেশি বিনিয়োগের হার প্রায় ৫ শতাংশ। তাদের অংশগ্রহণ আরো ভালোভাবে দীর্ঘমেয়াদী বাজার বিনিয়োগ ধারণা আকর্ষণ করতে পারবে। চায়না ইন্টারন্যাশনাল ক্যাপিটাল কর্পোরেশন লিমিটেডের প্রশাসন কমিটির সদস্য ওয়াং শেং বলেন, পুঁজি বাজারের অব্যাহত সমর্থন ছাড়া মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন হবে না। ভবিষ্যতে চীনের পুঁজি বাজারের আইনসম্মতকরণ, বাজারায়ন ও আন্তর্জাতিক মানের উন্নতিতে অধিকতরভাবে নিয়মাবলীর স্থিতিশীলতা বাড়ানো এবং মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান ও সৃজনশীল প্রতিষ্ঠানের উন্নয়ন উপযোগী করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান হচ্ছে অর্থনীতির বলিষ্ঠতা বাড়ানো এবং অর্থনৈতিক পুনরুদ্ধার দ্রুততর করার গুরুত্বপূর্ণ ভিত্তি। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়ন অপরিহার্য ভূমিকা পালন করছে। এসজেডএসই’র জেনারেল ম্যানেজার শা ইয়ান প্রস্তাব দেন, অধিকতরভাবে বিশ্ব বাজারের শক্তি মিলিয়ে পুঁজি বাজারের মূল ব্যবস্থার সৃজনশীলতা ত্বরান্বিত করে সুসম্পূর্ণ ও অভিযোজনীয় পুঁজি বাজারের ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। যাতে মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের সৃজনশীল উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি বিশ্ব অর্থনীতির সুষম পুনরুদ্ধারের জন্য শক্তিশালী চালিকাশক্তি সরবরাহ করা যায়।

 

(প্রেমা/এনাম)