“ই-কমার্সের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে সরকারকেই”
2021-09-23 20:06:16

ব্যবসাপাতির ৪০তম পর্বে যা থাকছে:

 

# ইভ্যালির গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার সম্ভাবনা কতটুকু?

 

# সমৃদ্ধির আরেক নাম মধ্য শরৎ উৎসব

 

সপ্তাহের সাক্ষাৎকার:

 

“ই-কমার্সে বিনিয়োগকারীদের জন্য নিয়ন্ত্রকসংস্থাগুলোর পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রমের দরকার ছিলো। কেননা, এর আগের উদাহরণ বলে যুবক বা ডেসটিনি তারাও একইরকম কাজ করছিলো। করোনাকালে যারা কিছুটা লাভের আশায় বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছে,তারা যেন কিছু হলেও তা ফেরত পান সে ব্যবস্থা সরকারকে নিতে হবে।“

                                         - ড. মাহফুজ কবির

“ই-কমার্সের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে সরকারকেই”_fororder_8