সবচেয়ে সুন্দর
2021-09-23 14:27:12

ইয়ু ছুয়ান_fororder_src=http___image.17173.com_bbs_v1_2011_01_04_1294143934409&refer=http___image.17173

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের চীনের খুব জনপ্রিয় একটি সংগীতদলের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, দলটির নাম ‘ইয়ু ছুয়ান’। এই সংগীতদলের সদস্য দু’জন। তারা হলেন ছেন ইয়ু ফান ও হু হাই ছুয়ান। তাদের নাম থেকে একটি অক্ষর নিয়ে এই সংগীতদলের নামকরণ করা হয়েছে। ২০২০ সাল পর্যন্ত তাদের অ্যালবামগুলোর ১২ কোটিরও বেশি কপি বিক্রি হয়। চীনের মূলভূখণ্ডের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী সংগীতদল তারা। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই শুনুন ইয়ু ছুয়ানের একটি জনপ্রিয় গান ‘দৌড়ানো’।গান ১

ছেন ইয়ু ফান ও হু হাই ছুয়ান ১৯৯৮ সালে রক সংগীত কোম্পানিতে যোগ দেন এবং ইয়ু ছুয়ান সংগীতদল প্রতিষ্ঠা করেন। পরের বছর তারা প্রথম অ্যালবাম ‘সবচেয়ে সুন্দর’ প্রকাশ করেন। এই অ্যালবামের সব গান তারা নিজ রচনা করেন। অ্যালবামটি প্রকাশের পরই বেশ জনপ্রিয় হয়ে ওঠে, দ্রুত ১০ লাখ কপি বিক্রি হয়ে যায়। অ্যালবামের প্রধান গান ‘সবচেয়ে সুন্দর’ সেই বছরের শ্রেষ্ঠ গানের পুরস্কার পায়। গানটি খুব প্রফুল্ল একটি প্রেমের গান, রোমান্টিক ভাষায় প্রিয় মানুষের মনের কথা প্রকাশিত হয়। বন্ধুরা, এখন ইয়ু ছুয়ানের সুন্দর গান ‘সবচেয়ে সুন্দর’ শুনুন।গান ২

২০০০ সালে ইয়ু ছুয়ান দ্বিতীয় অ্যালবাম ‘উদাসীন’ প্রকাশ করেন। তাদের এই অ্যালবামটি ১০ লাখেরও বেশি কপি বিক্রি হয়, আর প্রথম অ্যালবামের চেয়েও তা বেশি জনপ্রিয়তা পায়। এই অ্যালবামের জন্য ইয়ু ছুয়ান সে বছরের প্রায় সবগুলো পুরস্কার জয় করেন এবং চীনের মূলভূখণ্ডের সবচেয়ে জনপ্রিয় সংগীতদলে পরিণত হন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে ইয়ু ছুয়ানের বেশ জনপ্রিয় একটি গান ‘উদাসীন’।গান ৩

ইয়ু ছুয়ান_fororder_src=http___n1.itc.cn_img8_wb_recom_2016_02_11_145516972452631180.JPEG&refer=http___n1.itc

২০০১ সালে ইয়ু ছুয়ান তাদের তৃতীয় অ্যালবাম ‘ভালোবাসা’ প্রকাশ করেন। এই অ্যালবামও আগের দুই অ্যালবামের মতো বিপুল সাফল্য অর্জন করেন। অ্যালবামটির নাম ‘ভালোবাসা’ কারণ সংগীতের প্রতি গভীর ভালোবাসা থেকে তারা এই অ্যালবামটি তৈরি করেন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামের একটি জনপ্রিয় গান ‘গভীর নিঃশ্বাস’।গান ৪

ভালোবাসা ইয়ু ছুয়ানের গানগুলোর একটি প্রধান বিষয়, সংগীতের প্রতি ভালোবাসা, প্রিয় মানুষের ভালোবাসা, জীবনের প্রতি ভালোবাসা- সব তাদের গানে প্রকাশিত হয়। আর এমন ভালোবাসা প্রকাশের উপায় সরাসরি, আন্তরিক ও উষ্ণ। গানের সুর প্রফুল্ল ও শক্তিশালী। মানুষ তাদের গান শুনে উত্সাহ ও শক্তি পায়, মুগ্ধ হয়। বন্ধুরা, এখন শুনুন ইয়ু ছুয়ানের উত্সাহব্যাঞ্জক একটি গান ‘রংধনু’।গান ৫

২০১২ সালে ইয়ু ছুয়ান চীনের জনপ্রিয় একটি সংগীত অনুষ্ঠান ‘গায়কে’ অংশ নেন ও চ্যাম্পিয়ন হন। এরপর তারা নিজেরা গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন সংগীত অনুষ্ঠানে বিচারক ও শিক্ষকের কাজ করেন। বন্ধুরা, এখন শুনুন ইয়ু ছুয়ানের একটি সুন্দর গান ‘জন্মস্থানে ফিরে’। গানটি হলো- ২০১৩ সালে প্রকাশিত অ্যালবাম ‘পুনর্জন্মের’ প্রধান গান। এই অ্যালবাম সেই বছরের শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার পায় আর এই গানও বার্ষিক সবচেয়ে জনপ্রিয় গান। বন্ধুরা, এখন গান ‘জন্মস্থানে ফিরে’ শুনুন।গান ৬

টানা দশ বছর ধরে ইয়ু ছুয়ান চীনের সবচেয়ে জনপ্রিয় সংগীতদলের স্থান দখল করে থাকে। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে ইয়ু ছুয়ানের আরেকটি জনপ্রিয় গান ‘ঘুড়ি তাড়ানো ছেলে’ শুনবো, আশা করি, আপনারা তাদের গানগুলো পছন্দ করেছেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।

(তুহিনা/তৌহিদ)