সেপ্টেম্বর ২২: বর্তমানে কোভিড-১৯-এর ডেল্টা স্ট্রেইনের বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। এ প্রেক্ষাপটে চীনা কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ অর্থনৈতিক তথ্য-উপাত্ত সাম্প্রতিক দিনগুলোতে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে। চীনা অর্থনীতির প্রবৃদ্ধি বিশ্বের বিস্ময় সৃষ্টি করেছে বলা চলে।
চীনা সরকারের অনুকূল আর্থিক নীতির কারণে দেশটিতে বিজ্ঞান খাতে নতুন নতুন উদ্ভাবন হচ্ছে এবং দেশের অর্থনীতিতে এসব উদ্ভাবন রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। চীনে পণ্য ও সেবার অভ্যন্তরীণ চাহিদা বিশাল। আবার চীনের বাজার অন্যান্য দেশের পণ্য ও সেবার জন্যও আকর্ষণীয়। স্থিতিশীল অর্থনীতি ও উচ্চমানের উন্নয়ন-ভিত্তি এই আকর্ষণ দিন দিন বাড়াচ্ছে।
(ওয়াং হাইমান/আলিম/ছাই)