সবাইকে শুভেচ্ছা। মধ্য-শরত উত্সব এসেছে মানে সবাই মিলে পূর্ণিমার চাঁদ উপভোগের সময় হয়েছে। চীনের চান্দ্রপঞ্জিকা অনুসারে অষ্টম মাসের পনেরো তারিখে চীনের ঐতিহ্যবাহী জুং ছিউ উত্সব তথা মধ্য-শরত দিবস। প্রাচীনকাল থেকেই চীনে বসন্ত উত্সব, লন্ঠন উত্সব এবং ড্রাগন বোট উত্সবের পাশাপাশি মধ্য-শরত উত্সবও সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সব হিসেবে পালিত হয়ে আসছে। চীনা মানুষ এ উত্সব খুব পছন্দ করে এবং এ উত্সব চীনা মানুষের মনে বিশেষ স্থান পেয়েছে। (স্বর্ণা/আলিম/ছাই)