চাঁদ পূর্ণ হয়, স্বপ্নও পূরণ হয়
2021-09-21 14:50:24

চাঁদ পূর্ণ হয়, স্বপ্নও পূরণ হয়_fororder_1

সেপ্টেম্বর ২১: আবারও চীনের ঐতিহ্যবাহী উত্সব মধ্যশরত্ উত্সব এসেছে। সেই সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শততম বার্ষিকীও উদযাপিত হলো। সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলা, চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা শুরু করা ইত্যাদি নানা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসে হাজির হয়েছে। এ যেন অতীত ও ভবিষ্যতের এক সন্ধিক্ষণ; যা ২০২১ সালে উপনীত হয়েছে। এ বছর চীনা জাতি নানা আবেগময় মুহূর্তের সাক্ষী হতে পেরেছে।

দীর্ঘ এ সংগ্রামের শুরু হয়েছিল সুন্দর এসব স্বপ্ন নিয়ে।

 

২০১২ সালের নভেম্বর মাসে, বেইজিংয়ের থিয়ান-আন-মেন মহাচত্বরে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রাষ্ট্রীয় জাদুঘরে ‘পুনরুদ্ধারের পথ’ প্রদর্শনী দেখার পর ঘোষণা করেছিলেন যে, চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শততম বার্ষিকীতে সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলার লক্ষ্য নিশ্চয়ই বাস্তবায়িত হবে।

চাঁদ পূর্ণ হয়, স্বপ্নও পূরণ হয়_fororder_2

এরপর ২০২১ সালের ১ জুলাই, থিয়ান-আন-মেন মহাচত্বরে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার শততম বার্ষিকী আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করা হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এতে গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

তিনি সিপিসি ও জনগণের পক্ষ থেকে সারা বিশ্বে ঘোষণা করেন, সিপিসি ও বিভিন্ন জাতির মানুষের চেষ্টায় চীন প্রথম শত বছর সংগ্রামের লক্ষ্য বাস্তবায়ন করেছে। চীনে সার্বিক সচ্ছল সমাজ গড়ে উঠেছে।

 

৮ বছরেরও বেশি সময় ধরে শত-সহস্র দিন ও রাতে অবিশ্রান্তভাবে দারিদ্র্যমোচনের লড়াই চলেছে।

এ সময় প্রেসিডেন্ট সি সাতবার সিপিসি’র কেন্দ্রীয় কমিটির দারিদ্র্যবিমোচনের কর্মসভার সভাপতিত্ব করেছেন। তিনি অর্ধশতাধিকবার বিভিন্ন জায়গায় গিয়ে দারিদ্র্যমোচনের কাজ পরিদর্শন করেছেন।

সুন্দর স্বপ্নই ছিল সামনে এগিয়ে যাওয়ার অপ্রতিরোধ্য শক্তি।

চাঁদ পূর্ণ হয়, স্বপ্নও পূরণ হয়_fororder_3

গত ৬ সেপ্টেম্বর পৃথিবীপৃষ্ঠ থেকে চারশ’ কিলোমিটার উঁচুতে চীনের মহাকাশ স্টেশন স্থাপিত হয়। তৃতীয়বারের মতো মহাকাশ অভিযানে যাওয়া চীনা অভিযাত্রী জনাব নিয়ে হাই শেং এদিন মহাকাশে শততম দিন পূরণ করেন। তিনি চীনের মহাকাশ ইতিহাসের একশ দিন পূর্ণ করা প্রথম নভোচারীর সম্মান অর্জন করেন।

নিয়ে হাই শেং বলেছেন, দুই দশক ধরে তিনি তিনবার মহাকাশে গিয়েছেন; প্রতিটি ছোট পদক্ষেপ ছিল চীনের মহাকাশ অভিযানের অগ্রগতির চিহ্ন।

চাঁদ পূর্ণ হয়, স্বপ্নও পূরণ হয়_fororder_4

গত ১৭ সেপ্টেম্বর চীনের শেনচৌ ১২নং মানববাহী নভোযানের নভোচারীরা সফলভাবে চীনের মাটিতে ফিরে আসেন।

চাঁদ পূর্ণ হয়, স্বপ্নও পূরণ হয়_fororder_5

গত ২৩ জুন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ‘বেইজিং মহাকাশ নভোযান নিয়ন্ত্রণকেন্দ্রে’ গিয়ে মহাকাশে থাকা চীনা বিজ্ঞানী নিয়ে হাই শেং, লিউ বো মিং ও থাং হুং বো’র সঙ্গে কথা বলেছিলেন। তিনি বলেন, আপনারা হলেন নতুন যুগে চীনের মহাকাশ অভিযানের প্রতিনিধি।

চীনের অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে প্রেসিডেন্ট সি সবসময় চীনের মহাকাশ গবেষণার উন্নয়নে অত্যন্ত গুরুত্বারোপ করে আসছেন, তিনি বহুবার গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

শত বছরের অলিম্পিক স্বপ্ন, সংগ্রাম ও উন্নয়ন- চীনা জাতির সমৃদ্ধি ও অগ্রযাত্রার সাক্ষী।

চাঁদ পূর্ণ হয়, স্বপ্নও পূরণ হয়_fororder_6

২০০৮ সালে বেইজিং গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের মাধ্যমে চীনের অলিম্পিক গেমসের স্বপ্ন পূরণ হয়েছিল। আগামী ২০২২ সালে আরও একটি চমত্কার ও অসাধারণ শীতকালীন অলিম্পিক গেমস চীনে অনুষ্ঠিত হবে। ৩০ কোটি মানুষ এই তুষার ও বরফের খেলায় মেতে উঠবেন।

বেইজিং বিশ্বের প্রথম ‘দুটি অলিম্পিক গেমস আয়োজনকারী শহরের’ মর্যাদা পেলো।

 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছিলেন, আমরা সফলভাবে বেইজিং অলিম্পিক গেমস আয়োজন করেছি, চীনা জনগণের শত বছরের অলিম্পিক গেমসের স্বপ্ন পূরণ করেছি। এখন আমরা  চীনা জাতির মহান পুনরুদ্ধারের স্বপ্নের খুব কাছাকাছি আছি। আমাদের প্রত্যেকের স্বপ্ন, ক্রীড়া খাতের শক্তিশালী দেশ গড়ে তোলার স্বপ্ন- চীনা স্বপ্নের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।

চীনাদের প্রতিটি স্বপ্ন এক-একেকটি আবেগময় চিত্র, যা বর্তমানে চীনের ভূখণ্ডে দৃশ্যমান হয়েছে। বর্তমানে চীনের কমিউনিস্ট পার্টি চীনা জনগণের নিয়ে ‘দ্বিতীয় শত বছর উন্নয়নের লক্ষ্য’ বাস্তবায়নে নতুন গতিতে অগ্রসর হচ্ছে।

(শুয়েই/তৌহিদ/লিলি)