কফি হাউসের আড্ডা অজয় কান্তি মন্ডলের চীনের ফুচিয়ানের জীবন ও অভিজ্ঞতা
2021-09-18 16:51:43

কফি হাউসের আড্ডা অজয় কান্তি মন্ডলের চীনের ফুচিয়ানের জীবন ও অভিজ্ঞতা_fororder_微信图片_20210918165024

সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফি হাউসের আড্ডা’ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন জনাব অজয় কান্তি মন্ডল। বর্তমানে চীনের ‘ফুচিয়ান এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটির’ ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজের লিগনো-সেলুলোজিক ডিভিশনে লিগনিন ভ্যালুরাইজেশানের ওপর পিএইচডি করছেন। তা ছাড়া, তিনি ‘বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ’-এ ‘ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা’ পদে কর্মরত আছেন। গবেষণা কর্মকাণ্ডের পাশাপাশি অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায় তিনি ২০২০ সালে চীন সরকারের ‘চায়নিজ গভর্নমেন্ট আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করেন। অবসর সময়ে তিনি বাংলাদেশের ‘দৈনিক ইনকিলাব’-এর সম্পাদকীয় পাতায় নিয়মিত লিখে থাকেন। সেই সাথে তিনি ‘বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট এ্যাসোসিয়েশন’-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি চীনে স্ত্রী ও একমাত্র কন্যা সন্তানসহ অবস্থান করছেন। চীনা বন্ধুদের সাথে তার পরিবারের রয়েছে এক অসাধারণ মিলবন্ধন। চীনা খাবারও তাদের বেশ প্রিয়। চীনের শিল্প-সংস্কৃতি এবং ঐতিহ্যের  প্রতি রয়েছে অজয়ের ব্যাপক আগ্রহ। চলুন কথা বলি তাঁর সঙ্গে। (স্বর্ণা/আলিম/ছাই)