সা দিংদিং-১
2021-09-18 15:46:12

সা দিংদিং_fororder_src=http___img1.gtimg.com_rushidao_pics_hv1_59_183_1719_111824699&refer=http___img1.gtimg

সা দিংদিং এর আসল নাম হল চৌ পেং। তিনি হোনান প্রদেশের পিং দিং শান শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের পপসঙ্গীত গায়িকা, গীতিকার ও অভিনেত্রী। ২০০০ সালে তিনি নবম সিসিটিভি তরুণ গায়ক গ্র্যান্ড প্রিক্সে অংশ নিয়ে পেশাগত গ্রুপের জনপ্রিয় সঙ্গীত স্টাইলে রৌপ্য পুরস্কার এবং জাতীয় দর্শকদের প্রিয় গায়ক পুরস্কার জিতেন। একই বছরের জুলাই মাসে তিনি তাঁর পেশাগত গায়িকা জীবন শুরু করেন। এরপর তিনি ‘নিজের সুন্দর’ ও ‘তোং বা লা’ দুটো গান প্রকাশ করেন। 

সা দিংদিং_fororder_src=http___inews.gtimg.com_newsapp_match_0_8610878618_0&refer=http___inews.gtimg

২০০৫ সালে নাম পাল্টে ‘চৌ পেং’ হয়ে যান সা দিং দিং । ২০০৭ সালের আগস্ট মাসে তিনি তাঁর প্রথম একক অ্যালবাম ‘সব কিছু হওয়া’ প্রকাশ করেন। অ্যালবামে মোট দশটি গান অন্তর্ভূক্ত হয়। এছাড়া অ্যালবামে চীনা, তিব্বতী, সংস্কৃতি, এবং তাঁর নিজের ভাষার গান রয়েছে। তিনি নিজেই অ্যালবামের অন্যতম প্রযোজক। অ্যালবামটি ষষ্ঠ চীনের গোল্ড রেকর্ড পুরস্কারে সেরা অ্যালবাম পুরষ্কার জিতে। বিবিসি বিশ্ব সঙ্গীত পুরস্কারে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সেরা সঙ্গীতশিল্পী পুরস্কারও জিতে এটি। ২০০৯ সালে অ্যালবামটি ৫১তম গ্র্যামি পুরস্কারে ‘সেরা বিশ্ব সঙ্গীত অ্যালবাম পুরস্কারের ৮৫টি প্রার্থী শিল্প-কর্মের অন্যতম ছিল। উল্লেখযোগ্য বিষয় হলো, অ্যালবামটি চীন, জাপান, ফিলিপাইন, সিঙ্গাপুর, ব্রিটেন, জার্মানী, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ভারত, থাইল্যান্ড, ফিনল্যান্ড, স্পেন, নরওয়েই, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, হাংগেরি ও রোমেনিয়ায় প্রকাশিত হয়। বাহ, এতো বেশি দেশে তাঁর অ্যালবাম, তা থেকেই অ্যালবামের প্রভাব বোঝা যায়, তাইনা? তাহলে বন্ধুরা, এখন আমি আপনাদের ‘সব কিছু হওয়া’ অ্যালবামের শিরোনাম সংগীত এবং অন্য একটি গান ‘ধূপ’ শোনাব, কেমন? ‘ধূপ’ একটি চলচ্চিত্রের থিম সং। 

সা দিংদিং_fororder_0

২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে সা দিং দিংয়ের দ্বিতীয় অ্যালবাম ‘হা হা লি লি’ নিয়ে আলোচনার জন্য প্রযোজক ডি ভ্রিস বেইজিংয়ে আসেন। তারপর তাঁরা এক সাথে ‘হা হা লি লি’ গানটি সৃষ্টি করেন। গানটি আসলে অবৈষয়িক সাংস্কৃতিক পুরাকীর্তি ওয়া জাতির কিংবদন্তী থেকে এসেছে। সা দিং দিং বিশেষ করে ইয়ুননান প্রদেশে গিয়ে ‘উ’ নামে ঢাকের সঙ্গীত রেকর্ড করে গানটিতে রাখেন। বন্ধুরা, তাহলে, আমরা একসাথে ‘হা হা লি লি’ গানটি এবং গানটিতে অবৈষয়িক সাংস্কৃতিক পুরাকীর্তি সঙ্গীত অনুভব করবো।

সা দিংদিং_fororder_src=http___inews.gtimg.com_newsapp_bt_0_13951613010_641&refer=http___inews.gtimg

২০১২ সালের জুন মাসে সা দিং দিং ‘যারা আসছে’ নামে অ্যালবাম প্রকাশ করেন। এর মধ্যে ‘যে লোক আসছে, সে মকর’ গানটি বেইজিং পপ মিউজিক অ্যাওয়ার্ডসে বছরের সেরা গানের পুরস্কার জিতে। গানের লিরিক্স ও সঙ্গীত দু’টোই সা দিং দিং সৃষ্টি। খুব প্রতিভাবান একজন শিল্পী সা দিং দিং। 

সা দিংদিং_fororder_src=http___img3.100bt.com_upload_ttq_20130628_1372424481382_middle&refer=http___img3.100bt

প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে গানটি? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের সা দিং দিংয়ের অন্য একটি গান শোনাই। গানের নাম ‘শুভ উৎসব’। 

   

(প্রেমা/এনাম)