প্রসঙ্গ: প্রথম ‘কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগর এলাকার কেনাকাটা দিবস’
2021-09-17 14:35:32

 

প্রসঙ্গ: প্রথম ‘কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগর এলাকার কেনাকাটা দিবস’_fororder_111111111

সেপ্টেম্বর ১৭: প্রথম ‘কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগর এলাকার কেনা-কাটা দিবস’ চলছে। ম্যাকাও-এর অনেক খাদ্য, বস্ত্র ও গয়নাসহ বিখ্যাত ব্র্যান্ড এখন ই-বাণিজ্যের বিভিন্ন  প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে। অনেক বণিক বলছেন, এই কেনাকাটা দিবস কেবল যে শিল্পপ্রতিষ্ঠানের জন্য পণ্য প্রদর্শনের প্ল্যাটফর্ম যুগিয়েছে ও ব্যবসার সুযোগ বাড়িয়েছে তা নয়, বরং মহামারীর প্রেক্ষাপটে শিল্পপ্রতিষ্ঠানগুলোর রূপান্তর উন্নয়নেও সহায়তা দিচ্ছে।

এবারের ‘কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগর এলাকার কেনাকাটা দিবসে’ ৮ লাখ বণিক, ৩ লাখ বিখ্যাত ব্র্যান্ড  এবং ১ কোটি ৩০ লাখেরও বেশি পণ্য রয়েছে। গত ২ সেপ্টেম্বর এই দিবস শুরু হয়। ম্যাকাও-এর অনেক শিল্পপ্রতিষ্ঠান জানায়, মহামারীর প্রভাব ও পর্যটকের সংখ্যা কমার প্রেক্ষাপটে এবারের কেনাকাটা দিবস বেশকিছু বিস্ময় নিয়ে এসেছে। ‘শি ইউয়ে ছু উ’ নামের এক রুটি দোকানের ম্যানেজার সিয়ে চিয়া লুন বলেন

 

‘এবারের বৃহত্তর উপসাগর এলাকার কেনাকাটা দিবস আমাদের শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন ও রূপান্তরকাজে সহায়ক। বিশেষ করে আমাদের ব্র্যান্ডের প্রচার এবং অনলাইনে বিক্রির পরিমাণ বাড়ানোর জন্য কল্যাণকর। উদ্বোধনী অনুষ্ঠানের একদিনে আমাদের দোকানের ওয়েবসাইটে বিক্রির পরিমাণ ৬০ শতাংশ বেড়েছে; আমাদের বিক্রির অর্থমূল্যও দুই থেকে তিন গুণ বেশি হয়েছে।’

‘সিয়ে লি ইউয়ান’ নামের গয়না কোম্পানির কার্যনির্বাহী পরিচালক সিয়ে ইয়াও ইয়ু সংবাদদাতাকে বলেন,

 

“কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগর এলাকা ৭ কোটি লোকের বিশাল বাজার। সুতরাং, আমাদের জন্য এক বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা আশা করি, এবারের কেনাকাটা দিবসের মাধ্যমে আরও বেশি মানুষ আমাদের ব্র্যান্ড সম্পর্কে জানতে পারবেন।’

অনেক ম্যাকাও তরুণ-তরুণী লাইভ স্ট্রিমিংসহ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এবারের কেনাকাটা দিবসে অংশগ্রহণ করছেন। তারা ম্যাকাও ব্র্যান্ডের জন্য লাইভ করছেন। ম্যাকাও লাইভ সমিতির প্রধান সু ছি পেই বলেন

‘অর্থনীতি ও প্রযুক্তি ব্যুরোর সাহায্যে এবারের ম্যাকাও লাইভ সমিতি এবারের বৃহত্তর উপসাগর এলাকার কেনাকাটা দিবসে অংশ নিচ্ছে দেখে আমি খুবই আনন্দিত। এবারের কেনাকাটা দিবসের মাধ্যমে আরও বেশি মানুষ ম্যাকাও-এর পণ্যের সঙ্গে পরিচিত হচ্ছেন।’

কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের কারণে ম্যাকাও বিশেষ প্রশাসনিক এলাকার স্থানীয় সরকার বেশকিছু বৈশিষ্ট্যসম্পন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এর সাহায্যে মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলো উপকৃত হচ্ছে। ম্যাকাও অর্থনীতি ও বিজ্ঞান-প্রযুক্তি ব্যুরোর মহাপরিচালক তাই চিয়ান ইয়ে বলেন, প্রথম ‘কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগর এলাকার কেনাকাটা দিবসের আয়োজনের মধ্য দিয়ে বৃহত্তর বে এলাকার অর্থনীতির চিত্র ফুটে উঠেছে। এটি ম্যকাও-এর মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নের চাহিদা মেটাচ্ছে। এ সম্পর্কে তিনি বলেন

 

‘এবারের কেনাকাটা দিবসে আমি দেখেছি যে, ম্যাকাও-এর অনেক মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। গত ২ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাদের অনলাইনে বিক্রির মূল্য  ৯০ লাখ ইউয়ান ছাড়িয়েছে। সুতরাং, আমি মনে করি, এবারের দিবস মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের জন্য এক ভাল প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে।’ (ওয়াং হাইমান/আলিম/ছাই)