# ‘যৌথ টিকা উৎপাদন বাংলাদেশের স্বনির্ভর হওয়ার পথ উন্মোচন করবে’
# বেইজিং রূপকথার জগৎ: ভিড় বাড়ছে পর্যটকদের
এ সপ্তাহের সাক্ষাৎকার:
“জনসংখ্যা বেশি হওয়ার কারণে বাংলাদেশের টিকা দিয়ে হার্ড ইমিউনিটি অর্জন করা কঠিন। টিকা দিয়ে যদি আমরা হার্ড ইমিউনিটি অর্জন করতে চাই তাহলে আমাদের সুদূরপ্রসারী চিন্তা করতে হবে। একটা রোডম্যাপ তৈরি করতে হবে। সেই রোডম্যাপে থাকা উচিত আমরা কবে নাগাদ লক্ষ্য অর্জন করতে চাই, কতভাগ লোককে টিকা দেব, কাদেরকে দেব। এই রোডম্যাপ থাকলে সরকারের জন্য আর্থিকসংস্থান থেকে শুরু করে ব্যবস্থাপনা সবই সহজ হবে।“