সেপ্টেম্বর ১৬: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল(বুধবার) আশেপাশের চারটি দেশে সফর শেষ করেছেন। বিশেষ করে ভিয়েতনাম, কম্বোডিয়া ও সিঙ্গাপুর এ তিনটি দক্ষিণপূর্ব এশিয়ার দেশে তাঁর সফরের ওপর আন্তর্জাতিক সমাজ নজর রেখেছে। এবারের সফরের মাধ্যমে দেখা যায়, চীন ও আসিয়ান সদস্যদেশসমূহের সহযোগিতা সুষ্ঠু অবস্থায় রয়েছে। এটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে।
করোনা মহামারী দেখা দেয়ার পর, চীন ও দক্ষিণপূর্ণ এশিয়ার দেশগুলো পরস্পরকে সমর্থন দিয়ে আসছে, একযোগে কঠিন সময় কাটিয়েছে। এ পর্যন্ত, চীন আসিয়ান দেশসমূহকে দশ কোটি ডোজ করোনা টিকা সরবরাহ করেছে। ভিয়েতনামকে চীন আরো তিন মিলিয়ন ডোজ করোনা টিকা উপহার হিসেবে দান করবে এবং দেশটি সাথে মহামারী প্রতিরোধের অভিজ্ঞতা শেয়ার করবে বলেও চীন প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি, মহামারীকে জয় করা পর্যন্ত, চীন কম্বোডিয়াকে টিকা ও প্রতিরোধ সামগ্রী প্রদান করে যাবে বলে ঘোষণা দিয়েছে চীন।
মহামারীর কারণে, বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের অনিশ্চিয়তা বেড়ে যাচ্ছে। তা হলেও, চীন ও দক্ষিণপূর্ণ দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা বিপুল চাঙ্গা অবস্থায় রয়েছে। এ বছরের প্রথম আট মাসে, চীন ও আসিয়ানের বাণ্যিজের মোট পরিমাণ আগের চেয়ে ২২.৮ শতাংশ বেড়েছে। আসিয়ান চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।১৮তম চীন-আসিয়ান মেলায় মোট ১৭৯টি সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিগুলোর মোট মূল্য ৩০০০০ কোটি ইউয়ান; গত বারের মেলার চেয়ে ১৩.৭ শতাংশ বেশি।
চীন ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশসমূহ পারস্পরিক সম্মানের ভিত্তিতে বিদ্যমান মতবিরোধ সমাধান করতে পারবে এবং সহযোগিতা বাড়াতে পারবে বলে আশা করা যায়। দু'পক্ষের বাস্তব সহযোগিতা এ অঞ্চল ও বিশ্বের উন্নয়নে আরো বেশি ইতিবাচক শক্তি প্রদান করতে পারে।
(আকাশ/আলিম/রুবি)