সেপ্টেম্বর ১৫: সিআরআই সম্পাদকীয়তে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে চীন স্থিতিশীল ভূমিকা পালন করছে। সম্প্রতি করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। যা বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ অবস্থায় চীন সরকার সর্বশেষ অর্থনৈতিক তথ্য প্রকাশ করে। এতে আন্তর্জাতিক সমাজ ব্যাপক নজর রেখেছে।
সংশ্লিষ্ট তথ্য অনুসারে, চীনের মৌলিক অর্থনৈতিক সূচক সুষ্ঠু অবস্থায় রয়েছে এবং অব্যাহতভাবে অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে। বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে চীন অব্যাহত স্থিতিশীলতার ভূমিকা পালন করছে।
গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, চীনে বিদেশি বিনিয়োগের মোট পরিমাণ ছিল ৬৭,২১৯ কোটি ইউয়ান; যা গত বছরের একই সময়ের চেয়ে ২৫.৫ শতাংশ বেশি এবং ২০১৯ সালের চেয়ে ২৬.১ শতাংশ বেশি। এ থেকে বোঝা যায়, চীন এখনও বৈশ্বিক বিনিয়োগের একটি আকর্ষণীয় স্থান। চীনের বাজার বিশ্বের বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ দিয়েছে।
পাশাপাশি, চীনের বিদেশে বিনিয়োগও সেসব দেশে অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে। গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, অ-আর্থিক খাতে ‘এক অঞ্চল, এক পথ’ বরাবর দেশে চীনের প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ ছিল ১১২৯ কোটি ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ৯.৯ শতাংশ বেশি।
তা ছাড়া, বৈশ্বিক সরবরাহ চেইনের স্থিতিশীলতার খাতে চীনের শিল্পপ্রতিষ্ঠান ইতিবাচক অবদান রাখছে। এ বছরের প্রথম সাত মাসে, চীনের আমদানি-রপ্তানির পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ২৪.৫ শতাংশ বেড়েছে। এতে বোঝা যায় যে, চীন ও বিশ্ব অর্থনীতির আরও গভীর সংযোগের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে চীনের সাহায্যের প্রয়োজনীয়তা প্রমাণিত হয়েছে।
চীন বরাবরই ‘সহযোগিতা, উন্মুক্তকরণ, উভয় জয়ের’ নীতি পালন করে আসছে। বিশ্বের অভিন্ন উন্মুক্তকরণ এগিয়ে নিতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে সিআরআই সম্পাদকীয়তে উল্লেখ করা হয়।
(আকাশ/তৌহিদ/রুবি)