ওয়েই ছেন
2021-09-13 11:16:39

ওয়েই ছেন ১৯৮৬ সালের ২২ ফেব্রুয়ারি কানসু প্রদেশের লানচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের একজন গায়ক এবং চলচ্চিত্র ও টিভি অভিনেতা। তিনি সিছুয়ান সংগীত শিক্ষালয় থেকে স্নাতক হন। ২০০৭ সালে তিনি হুনান টিভি’র ‘সুপার বয়’ প্রতিযোগিতায় অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে প্রবেশ করেন। প্রতিযোগিতায় তিনি ব্রোঞ্জ-আপ হন। ২০০৮ সালের জানুয়ারি মাসে তিনি তাঁর প্রথম একক ইপি প্রকাশ করেন। ২০০৯ সালে তাঁর অভিনীত একটি নাটক ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০১১ সালে তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গীত অনুষ্ঠানে চীনা ভাষার গান পরিবেশন করেন। ফলে তিনি হন সেদেশে পরিবেশন করা প্রথম চীনা গায়ক। আচ্ছা প্রিয় বন্ধুরা, আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের ওয়েই ছেনের একটি গান শোনাব, গানের নাম ‘পুরোপুরি প্রচেষ্টা করা’।

ওয়েই ছেন_fororder_src=http___b-ssl.duitang.com_uploads_item_201408_09_20140809212204_hFUPy.thumb.700_0.jpeg&refer=http___b-ssl.duitang

কেমন লেগেছে গানটি? নিশ্চয়ই ভালো লাগার কথা। আসলে গানটি ওয়েই ছেনের প্রথম একক ও একই নামের অ্যালবাম থেকে নেয়া। ২০১০ সালের জুলাই মাসে প্রকাশিত অ্যালবামে মোট ১২টি বিভিন্ন স্টাইলের গান অন্তর্ভূক্ত হয়। অ্যালবামটি বাজারে আসার পাঁচ দিনের মাথায় তার সব কপি বিক্রি হয়ে যায়। অ্যালবামটি বেশ কয়েকটি পুরষ্কার জিতে। এছাড়া, অ্যালবামে ওয়েই ছেনের চারটি মূল গান রয়েছে। তাহলে এখন আমি এর মধ্যে একটি আপনাদের শোনাব, গানের নাম ‘উল্কা ঝরণা আবার এখানে’।

ওয়েই ছেন_fororder_src=http___qqpublic.qpic.cn_qq_public_0_0-2564276070-8B5F79BFD852173F5E7A22CF5FE664B1_0_fmt=jpg&size=64&h=782&w=621&ppv=1&refer=http___qqpublic.qpic

‘ভালবাসি কিন্তু দেখা করতে পারি না’ ওয়েই ছেনের গাওয়া একটি গান। এটি আসলে একটি ইপি একক গান। ২০১৫ সালের জানুয়ারিতে প্রকাশিত হয়। গানের লিরিক্স ও সঙ্গীত দু’টোই দক্ষিণ কোরীয় এক শিল্পীর তৈরী। গানটি পাশাপাশি হুনান টিভি’র একটি নাটকের থিম সং। তাহলে আমরা এখন একসঙ্গে ওয়েই ছেনের সেই গানটি শুনি। 

ওয়েই ছেন_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20171005_efd139f58a6c42d0b59c5a3fe70d6794.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

‘পাগলের আশা’ খুব মজার নাম, তাইনা? এটি আসলে ওয়েই ছেন ও তাঁর ভাল বন্ধু লু হু’র সাথে দ্বিতীয় ডুয়েট গান। পাশাপাশি একটি নাটকের থিম সং। গানটিতে ভালোবাসার প্রতি নবীনদের সাহসী আংকাঙ্ক্ষা বর্ণনা করা হয়েছে। গানের মধ্য দিয়ে নিজের আশপাশের প্রত্যেক ‘পাগল’ ও ‘নির্বোধ’ লোকদের মূল্যায়নের আশা প্রকাশ করা হয়। বন্ধুরা, গানের ‘পাগল’ বা ‘নির্বোধ’ নিশ্চয়ই আসল ‘পাগল’ ও ‘নির্বোধ’ নয়। এরা হলো প্রেমের পাগল। 

ওয়েই ছেন_fororder_src=http___dingyue.ws.126.net_0IlBlulwbM83MwJVg8hbKCi6r0BC8eCBmcI0dDT2eXDsS1589990065403.jpeg&refer=http___dingyue.ws.126

‘যাত্রা’ ওয়েই ছেনের ২০১৭ সালের জানুয়ারি মাসে প্রকাশিত একটি গান। এটি তাঁর অষ্টম অ্যালবাম ‘যাত্রা’র শিরোনাম সংগীত। গানের লিরিক্স ওয়েই ছেনের সৃষ্টি। গানটি সৃষ্টির প্রেরণা তিনি লাভ করেন স্যান্ড্রো সিলভা ও কেপলারের ‘ভিতরে থেকো’ গান থেকে। আমি কখনো ‘ভিতরে থেকো’ গানটি শুনি নি, আপনারা কি শুনেছেন?

 

‘সে বছর ফুল ফুটে’ গানটি ওয়েই ছেনের ২০১৫ সালের আগস্ট মাসে প্রকাশিত অ্যালবাম ‘হ্যাট্রিক’ থেকে নেয়া। এটি ২০১৪ সালে তাঁর প্রকাশিত প্রথম নতুন গান, এবং একটি চলচ্চিত্রের প্রচারনা গান। ওয়েই ছেন সেই চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রের অভিনেতা হিসেবে গান গাওয়ার অগ্রাধিকার আছে, তাইনা? তিনি নিশ্চয়ই আরো ভালোভাবে গানের তাত্পর্য ব্যাখ্যা করতে পারেন। তাহলে আসুন, আমরাও গানের মধ্য দিয়ে চলচ্চিত্রের গল্প অনুভব করি। (প্রেমা/এনাম)