সহজ চীনা ভাষা: পাখি
2021-09-13 17:08:34

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম ‘পাখি’, এর চীনা ভাষা হলো ‘鸟’। বন্ধুরা , প্রথমে আপনাদেরকে এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হলো লিয়াং শি ছিউ লিখিত একটি প্রবন্ধ, তিনি চীনের বিখ্যাত আধুনিক সাহিত্যিক, পণ্ডিত, সাহিত্য সমালোচক ও অনুবাদক। তিনি ১৯২৩ সালে যুক্তরাষ্ট্রে সাহিত্য অধ্যয়ন করেন। এরপর চীনে ফিরে বিদেশি সাহিত্য শেখানোর কাজ করেন। বিভিন্ন দেশের ও নানা লেখকের প্রবন্ধ নিয়ে তিনি অনেক গবেষণা করেছেন। এর মধ্যে শেক্সপিয়ার নিয়ে তাঁর গবেষণা সবচেয়ে বেশি। তিনি চীনে বিদেশি সাহিত্যের অনুবাদ, পরিচয় ও গবেষণায় অনেক অবদান রেখেছেন।

প্রবন্ধ লেখার বিষয়ে লিয়াং শি ছিউ মনে করেন, যে কোনও জিনিস, মানুষ, বা বিষয়- প্রবন্ধ লেখার উত্স হতে পারে। সাহিত্যের কোনো সীমা নেই। কিন্তু সঠিক ভাষা, প্রযুক্তি ও কাঠামো ব্যবহারে ভালো প্রবন্ধ তৈরি হয়। নিজে প্রবন্ধ লেখার সময়ে তিনিও এ নীতি মেনে চলতেন। আজকের এই পাঠটি পাখি নিয়ে লেখা একটি প্রবন্ধ। এতে তার জীবনে দেখা নানা ধরনের পাখির বর্ণনা দিয়েছেন, পাখির স্মৃতিচারণ করেছেন ও পাখি নিয়ে কবিতা রচনার মাধ্যমে পাখির প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি সম্মান এবং জীবনের প্রতি তার অনুভূতি ও চিন্তাধারা প্রকাশ করেছেন।

এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

鸟 niǎo পাখি  鸟巢niǎo cháo বার্ড নেস্ট  观鸟 guān niǎo পাখি দেখা/উপভোগ করা   一群鸟 yì qún niǎo এক ঝাঁক পাখি

পাখির বাসা-

鲜艳 xiān yàn উজ্জ্বল/রঙিন  鲜艳的颜色xiān yàn de yán sè উজ্জ্বল রং  鲜艳的羽毛xiān yàn de yǔ máo রঙিন পালক  鲜艳的花 রঙিন ফুল xiān yàn de huā

飞fēi ওড়া 鸟飞走了 niǎo fēizǒu le পাখি উড়ে গেছে  飞机fēijī বিমান  起飞 qǐ fēiউড্ডয়ন করা

停 tíng  থামা 停下tíng xià থামুন  停车 tíng chē পার্কিং 有一只鸟停在树上  yǒu yì zhīniǎo tíng zài shù shàng গাছে একটি পাখি বসে আছে।