চীন-মার্কিন সম্পর্ক কেমন হবে তা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে: সিএমজি সম্পাদকীয়
2021-09-10 20:23:14

সেপ্টম্বর ১০: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ (শুক্রবার) ফোনালাপ করেন। বাইডেনের অনুরোধে অনুষ্ঠিত এই ফোনালাপে দু’নেতা দু’দেশের সম্পর্ক ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিকভাবে মত বিনিময় করেন।

এটি সাত বছর পর দু’দেশের নেতৃদ্বয়ের পুনরায় ফোনালাপ। চীন ও যুক্তরাষ্ট্র হলো যথাক্রমে বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ ও উন্নত দেশ। দু’দেশের সম্পর্ক গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চীননীতি দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এটা দু’দেশের জনগণের মূল স্বার্থ ও বিভিন্ন দেশের অভিন্ন স্বার্থের জন্য অনুকূল নয়। চীন-মার্কিন সম্পর্ক বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। সেজন্য যুক্তরাষ্ট্রের উচিত চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থের ক্ষতিকর কিছু করা থেকে বিরত থাকা।

এবারের ফোনালাপে বাইডেন সক্রিয় সংলাপ ও সহযোগিতার কথা বলেছেন। তবে সাত বছর আগেও তাদের ফোনালাপে বাইডেন একই ধরণের কথা বলেছিলেন। কিন্তু ওয়াশিংটন দু’দেশের সম্পর্ক উন্নয়নে কোনো ইতিবাচক উদ্যোগ নেয়নি। যুক্তরাষ্ট্রের উচিত বাস্তব ব্যবস্থা নিয়ে প্রতিশ্রুতি পূরণ করা।

চীন-মার্কিন সম্পর্কের উন্নয়ন হলো বিশ্বের অভিন্ন প্রত্যাশ্যা। চীন-মার্কিন সহযোগিতাকে দ্বিপক্ষীয় সম্পর্কের সাধারণ পরিবেশ থেকে আলাদা করা যাবে না। (ছাই/আলিম/ওয়াং হাইমান)