আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন সজীব খান। বর্তমানে তিনি চীনের চেং চৌ বিশ্ববিদ্যালয়ে পিএইডি করছেন ম্যনেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ের ওপর। তাঁর মূল গবেষণা চীন ও বাংলাদেশের মধ্যে অনলাইন বাণিজ্য নিয়ে। পাশাপাশি, তিনি গ্রামীণ উন্নয়ন নিয়েও কাজ করছেন। লেখাপড়া ও অন্যান্য বিষয়ে কৃতিত্বের জন্য তিনি অনেক গুরুত্বপূর্ণ পুরস্কার লাভ করেছেন। এ ছাড়া, চীনে খেলাধুলা ও অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্যও তিনি পুরস্কার লাভ করেছেন। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় তাঁর একটি লেখা প্রকাশিত হয়। এ ছাড়া, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠার শততম বার্ষিকী উপলক্ষ্যে তিনি ‘আমার চোখে চীনের কমিউনিস্ট পার্টি এবং চীনের উন্নয়ন’ শিরোনামে একটি প্রবন্ধ রচনা করেন।
তিনি অনেক সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত। চীনে লেখাপড়া বিষয়ে তাঁর অনেকগুলো লেখা রয়েছে, যা থেকে শিক্ষার্থীরা চীনা বিশ্ববিদ্যালয়ে আবেদন থেকে শুরু করে প্রয়োজনীয় সার্বিক বিষয়ে সহায়ক তথ্য পেয়ে থাকেন। সজীব খান চীনকে ভালোবাসেন, চীনা সংস্কৃতির অনুরাগী। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে ।