সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফিহাউসের আড্ডা’ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। ২০ বছর আগের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বিশ্বের বৃহত্তম সন্ত্রাসী হামলা ঘটে। একই বছর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সন্ত্রাসদমন অভিযান শুরু করে। ২০ বছর পর যুক্তরাষ্ট্রের এ সন্ত্রাসদমন অভিযানকে কিভাবে মূল্যায়ন করা যায়? আফগানিস্তানের ভবিষ্যত্ কোন দিকে যাবে? এসব থেকে আমাদের কী শেখার আছে? আজকের অনুষ্ঠানে এসব বিষয় নিয়ে আলাপ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের সঙ্গে। (স্বর্ণা/আলিম/ছাই)