আপন আলোয় ৩৩
2021-09-10 19:35:39

আপন আলোয় ৩৩_fororder_wenhua

অন্তরঙ্গ আলাপন

সময় আমাকে আবৃত্তিশিল্পী বানিয়েছে: মাহিদুল ইসলাম

এক. আমাকে আবৃত্তিশিল্পী তৈরি করেছে সময়। সময়ই আমাকে এ জায়গায় এনে দাঁড় করিয়েছে। ৯০-এর গণআন্দোলনে অনবধানে যুক্ত হয়ে যাই তরুণ বয়সে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে জড়িয়ে যাই মিছিল-মিটিং-আন্দোলনে। সে’সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে দিনে ১০-১২ বারও কবিতা পড়েছি। হাজার হাজার মানুষের ভালোবাসা আমাকে আবৃত্তিশিল্পী বানিয়েছে। আজ জীবনের অনেকটা পথ পেরিয়ে মনে হয়, আবৃত্তি নিয়ে, সবার ভালোবাসা নিয়ে বেশতো আছি!

আপন আলোয় ৩৩_fororder_wenhua1

ছবি: মাহিদুল ইসলাম

দুই. আবৃত্তিতে আমি যা কিছু শিখেছি, জেনেছি, বুঝেছি- আমার সেই জ্ঞান, সেই অভিজ্ঞতাটুকু তরুণদের মধ্যে বিলিয়ে দেয়া আমার দায়িত্ব বলে মনে করি। তাই আবৃত্তির প্রশিক্ষণেই আমার বেশির ভাগ সময় আমি দিতে চাই। 

তিন. তরুণদের বলবো অবশ্যই লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য থাকবে স্থির, অটল; অনড়- যে আমি আবৃত্তিশিল্পী হবো। কিন্তু লাভ-লোভ-মোহ পরিত্যাগ করতে হবে। মনের আনন্দে কাজ করতে হবে। নিজের বোধের তাড়নায় আবৃত্তি করতে হবে। এবং তার জন্য জ্ঞান, চর্চা, সাধনার কোনো বিকল্প নেই। সেটা করতে পারলে এক সময় ‘নেম এন্ড ফেম’- অর্থ-যশ-খ্যাতি-সম্মান- সবই তোমার একমুঠিতে ধরা দেবে। কিন্তু তুমি শুরুতেই যদি লাভ-লোভ-মোহের দিকে ধাবিত হও তাহলে তোমার মুঠি থেকে সবই বেরিয়ে যাবে!

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের আবৃত্তিশিল্পী হয়ে ওঠা, আবৃত্তিভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বললেন নন্দিত আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক মাহিদুল ইসলাম। শুনিয়েছেন তার কিছু জনপ্রিয় আবৃত্তি!

সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম।

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন। সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

 

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া, হোসনে মোবারক সৌরভ।

 

অনুষ্ঠান পরিকল্পনা, সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।