দেড়শতাধিক দেশের অংশগ্রহণে চীনে পরিসেবা বাণিজ্য মেলা
2021-09-09 20:42:30

সাজিদ রাজু, ঢাকা: পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও সব পক্ষের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে এমন বিষয় নিয়ে সব পক্ষের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত। সম্প্রতি শেষ হওয়া চীন আন্তর্জাতিক পরিসেবা বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং। অনুষ্ঠানে যোগদেন বিশ্বের ১৫টি দেশের মন্ত্রী পর্যায়ের অতিথি ও চীনে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এবারের মেলায় অংশ নেয় বিশ্বের দেড় শতাধিক দেশ ও অঞ্চলের ১১ হাজার উদ্যোক্তা ও প্রতিষ্ঠান।

দেড়শতাধিক দেশের অংশগ্রহণে চীনে পরিসেবা বাণিজ্য মেলা_fororder_jing

চীনের রাজধানী বেইজিং এর ন্যাশনাল কনভেনশন সেন্টারে সাজ সাজ রব। বাইরে উড়ছে বিভিন্ন দেশের পতাকা। ভেতরে উৎসবমুখর আয়োজন। চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলার আসর বসে এখানে।

চীনের উপ-প্রধানমন্ত্রী হান ছেং এর উদ্বোধন করা এ আয়োজনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মূল বক্তব্য উপস্থাপন করেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং। চীনা পরিসেবা শিল্পের আরো উন্মুক্তকরণ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, নীতিকাঠামো সহজ করা ও উদ্ভাবনের ওপর জোর দেন তিনি।

দেড়শতাধিক দেশের অংশগ্রহণে চীনে পরিসেবা বাণিজ্য মেলা_fororder_jing1

তিনি বলেন, “পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও সবার জন্য সমান সুযোগ নিয়ে আসবে এমন ফলাফল নিয়ে চীন আগ্রহী। এ ব্যাপারে সব পক্ষের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত। বিশেষ করে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ও ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সহায়ক হয় এমন বিষয়ে যৌথভাবে কাজ করবো আমরা।”

দেড়শতাধিক দেশের অংশগ্রহণে চীনে পরিসেবা বাণিজ্য মেলা_fororder_jing2

করোনা পরিস্থিতি মাথায় রেখে, সরাসরি অংশগ্রহণের পাশাপাশি ছিলো অনলাইনেও যোগ দেয়ার সুযোগ। উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন বিশ্ব নেতারাও। যোগ দেন বেলারুশ, উরুগুয়ে, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এবং আয়ারল্যান্ড ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী। ছিলেন বিশ্ব বাণিজ্য সংস্থা ও আঙ্কটাডের মতো আঞ্চলিক ও অর্থনৈতিক জোট ও সংগঠনের প্রতিনিধিরা।

দেড়শতাধিক দেশের অংশগ্রহণে চীনে পরিসেবা বাণিজ্য মেলা_fororder_jing3

১৫৩টি দেশ ও অঞ্চলের ১১ হাজার উদ্যোক্তা ও প্রতিষ্ঠান অংশ নিয়েছে প্রদর্শনীতে। এর মধ্যে সরাসরি অংশ নিয়েছে অন্তত আড়াই হাজার প্রতিষ্ঠান। চীন আন্তর্জাতিক পরিসেবা বাণিজ্য মেলা শেষ হয় ৭ সেপ্টেম্বর।