সেপ্টেম্বর ৯: গতকাল (বুধবার) ও আজ (বৃহস্পতিবার) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রেনি রাব (Dominic Rennie Raab) ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আলাদাভাবে চীনের হংকং পুলিশ কর্তৃক বিচ্ছিন্নতাবাদী সংস্থা চিলিয়ান সমিতি’র সদস্যদের গ্রেফতারের বিষয়ে মন্তব্য করেছেন। এতে ‘বিদেশি এজেন্ট’ হিসাবে চিলিয়ান সমিতির আসল চেহারা আরও উন্মোচিত হয়েছে।
আমরা জানি, এ সমিতি বিদেশের চীন-বিরোধী শক্তি দ্বারা প্রতিষ্ঠিত একটি অবৈধ সংস্থা। গত ৩০ বছরে সমিতিটি অসংখ্য বিক্ষোভ ও দাঙ্গা উস্কে দিয়েছে। এটি চীনের ‘এক রাষ্ট্র, দুটি সামাজিক ব্যবস্থা’ নীতিও বার বার লঙ্ঘন করেছে। এ পরিস্থিতিতে হংকং বিশেষ প্রাশাসনিক অঞ্চলের পুলিশ, হংকং জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী, চিলিয়ান সমিতির সদস্যদেরকে গ্রেফতার করেছে। এতে সমতা ও ন্যায্যতা রক্ষিত হয়েছে।
হংকং জাতীয় নিরাপত্তা আইনের আওতায়, হংকংয়ে বিশৃঙ্খলা সৃষ্টির যে-কোনো অপতত্পরতা ব্যর্থ হবে। হংকংয়ে কোনো দাঙ্গাকারী সংস্থাকে অবাধে কাজ করতে দেওয়া হবে না; তারা একে একে ধ্বংস হয়ে যাবে।
বর্তমানে হংকং চীনের চতুর্দশ পাঁচসালা পরিকল্পনায় অন্তর্ভুক্ত হয়েছে। একশ্র্রেণির মার্কিন ও ব্রিটিশ রাজনীতিবিদের উচিত চীনের অভ্যন্তরীণ ব্যাপারে ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের আইনগত প্রশাসনে হস্তক্ষেপ বন্ধ করা। তা না-হলে চীনা জনগণ অবশ্যই এর পাল্টা জবাব দেবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)