‘তোমার জন্য এসেছি’
2021-09-08 14:06:13

‘তোমার জন্য এসেছি’_fororder_yuan

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইউয়ান ইয়া ওয়েই’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ইউয়ান ইয়া ওয়েই, ১৯৮৪ সালের ১২ ডিসেম্বর চীনের হু নান প্রদেশের হুয়াই হুয়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপ সংগীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী। ২০০৭ সালে তিনি ‘Soul Side’ নামে সংগীতব্যান্ড গঠন করে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

 

২০১৪ সালের জুলাই মাসে ইউয়ান ইয়া ওয়েই-এর প্রথম অ্যালবাম ‘T.I.A.’ প্রকাশিত হয়। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইউয়ান ইয়া ওয়েই প্রথমবারের মতো চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি’র বসন্ত উত্সবের গালায় গান পরিবেশন করেন।

 

বন্ধুরা, এখন শুনুন ইউয়ান ইয়া ওয়েই-এর গান ‘তোমার জন্য এসেছি’। গানের কথাগুলো এমন: আমি ভালোবাসার জন্য এই বিশ্বে থাকি, আমি তোমার জন্য এসেছি। আমি সারা জীবন শুধু তোমার সঙ্গে থাকতে চাই। এটা স্বপ্ন হলেও আমি এই স্বপ্ন থেকে জেগে উঠতে চাই না।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এবার শুনুন ইউয়ান ইয়া ওয়েই-এর গান ‘ভ্রমণে ভুলে যাই’। গানের কথাগুলো এমন: হাল্কা বেগুনি রং-এর স্মৃতি, মনে রাখি। তুমি কি, আমার অতীতে পরিণত হবে? তোমার ভ্রমণের যাত্রা ভুলে গেছি, সত্যি অনেক দূরে চলে গেছো তুমি। পথে আমি শুনতে থাকি, মেঘ ও কুয়াশার শব্দ আছে কি।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ইউয়ান ইয়া ওয়েই-এর গান ‘বসন্তে যাওয়ার সাবওয়ে’। এই শীতকালে, শেষ রাত। তুমি-আমি, সবাই খুঁজতে থাকি, বসন্তে যাওয়ার সাবওয়ে। এটি আমার দুনিয়া নয়। আমি পুরো দিন অপেক্ষা করেছি, বসন্তে যাওয়ার সাবওয়ে। আমি সব পথে তোমার অপেক্ষা করি, তোমায় খুঁজি।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ইউয়ান ইয়া ওয়েই-এর গান ‘মেয়ে আছু’। গানের কথায় বলা হয়: শহর থেকে অনেক দূরে, আমার জন্মস্থানে, একটি ছোট গ্রাম আছে। আমি মেয়ে আছুর সঙ্গে চাঁদ উপভোগ করেছিলাম। ফুলের হাল্কা সুগন্ধ, সেই রাতের চাঁদ এত কমনীয়। মেয়ে আছু, তোমার মনে আছে, আমার তরুণ মুখ?

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইউয়ান ইয়া ওয়েই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)