মেং থিং ওয়েই
2021-09-08 16:54:50

মেং থিং ওয়েই_fororder_BbsImg_20674702622307_1620562326_s_372199_o_w_640_h_354_2913

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের খুব জনপ্রিয় একজন গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম মেং থিং ওয়েই। তিনি তার সুন্দর ও কোমল কণ্ঠের জন্য পরিচিত। তাকে তাইওয়ানের ‘প্রেমের গানের রানী’ বলা হয়। তার বেশ কিছু গান অনেক বছর ধরে সারা চীনে বেশ জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনুন মেং থিং ওয়েই’র খুন জনপ্রিয় একটি গান ‘কার অশ্রু’।গান ১

মেং থিং ওয়েই ১৯৬৯ সালে তাইওয়ান প্রদেশের কাওসিয়ং শহরে জন্মগ্রহণ করেন।  ১৯৮৯ সালে একটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করার মাধ্যমে তিনি অপ্রত্যাশিতভাবে শোবিজ জগতে প্রবেশ করেন।  এরপর তিনি প্রথম গান প্রকাশ করেন এবং ভালো সাড়া পান। ১৯৯১ সালে মেং থিং ওয়েই তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবাম দিয়েই তিনি আনুষ্ঠানিকভাবে গায়িকা হিসেবে সবার সামনে হাজির হন। বন্ধুরা, এখন এই অ্যালবাম থেকে তার সুন্দর একটি গান ‘আসলে আমি খেয়াল করি’ শুনুন।গান ২

মেং থিং ওয়েই_fororder_BbsImg_20674702622307_1620562325_s_42261_o_w_640_h_696_33974

১৯৯১ সালে মেং থিং ওয়েই’র নতুন অ্যালবাম ‘তুমি দেখো চাঁদের মুখ’ মুক্তি পায়। মেং থিং ওয়েই’র কোমল কণ্ঠে সুন্দরভাবে অ্যালবামে প্রেমের গানগুলো শোনা যায়। এই অ্যালবাম অপ্রত্যাশিত জনপ্রিয়তা পায়, আর দ্রুত ৫০ লাখেরও বেশি কপি বিক্রি হয়। এই রেকর্ড এখনও তাইওয়ানে কেউ ভাঙতে পারেনি। অ্যালবামের প্রধান গান ‘তুমি দেখো চাঁদের মুখ’ গানটি অনেক জনপ্রিয় হয়ে ওঠে। বন্ধুরা, এখন মেং থিং ওয়েই’র এই জনপ্রিয় গান ‘তুমি দেখো চাঁদের মুখ’ শুনুন।গান ৩

গান গাওয়ার পাশাপাশি মেং থিং ওয়েই টিভি নাটকেও অভিনয় করেছেন। তার টিভি নাটক ‘শেষ ট্রেন’ তাইওয়ানের শ্রেষ্ঠ নাটকের পুরস্কারও পেয়েছে। ১৯৯২ সালে তিনি নতুন অ্যালবাম ‘শীতকালে তাইপেই এসে বৃষ্টি দেখা’ প্রকাশ করেন। এই অ্যালবামের প্রধান গান ‘শীতকালে তাইপেই এসে বৃষ্টি দেখা’। এতে একটি বিরহী প্রেমের গল্প বলা হয়। তা প্রকাশের পরই সারা চীনে বেশ জনপ্রিয় হয়ে উঠে, পরে গানটি তার প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। বন্ধুরা চলুন, মেং থিং ওয়েই’র সুন্দর গান ‘শীতকালে তাইপেই এসে বৃষ্টি দেখা’ শুনুন।গান ৪

মেং থিং ওয়েই_fororder_BbsImg_20674702622307_1620562325_s_28693_o_w_640_h_429_23963

এবার আমরা শুনবো মেং থিং ওয়েই’র আরেকটি জনপ্রিয় গান; গানের নাম ‘বাতাসে বৃষ্টির মেঘ আছে’।  গানটি ১৯৯৩ সালে প্রকাশিত হয়।  যখন কাউকে মিস করেন, কিন্তু দেখতে পান না, তখন মনের অনুভূতি কেমন হয়? হয়তো সঠিকভাবে তা বলা যায় না। কিন্তু এই গানে বলা হয়, আমি যখন তোমাকে অনেক মিস করি, তখন আমার মনে একটি বৃষ্টির মেঘ আসে, যা অল্প বাতাসেই বৃষ্টি হয়ে ঝরে পড়ে। গানে কবিতার মতো কথা দিয়ে প্রিয় মানুষের জন্য অপেক্ষা ও মিস করার অনুভূতি তুলে ধরা হয়। এই গানের জন্য মেং থিং ওয়েই ১৯৯৫ সালে চীনের বসন্ত উত্সব গালায় তাইওয়ানের একমাত্র শিল্পী হিসেবে আমন্ত্রণ পান। বন্ধুরা, এখন শুনুন মেং থিং ওয়েই’র সুন্দর গান ‘বাতাসে বৃষ্টির মেঘ আছে’।গান ৫

প্রেমের গানের পাশাপাশি মেং থিং ওয়েই তাইওয়ানের অনেক লোকসংগীত গেয়েছেন। তার সংগীত গোটা চীনে বিখ্যাত। গত শতাব্দীর ৯০-এর দশকে প্রায় সব চীনা মানুষ তার গান শুনেছে। বন্ধুরা, এখন শুনুন মেং থিং ওয়েই’র অন্য একটি দেশব্যাপী জনপ্রিয় গান ‘সুন্দর গোলাপ ফুল গোপনে ফোটে’।গান ৬

মেং থিং ওয়েই বেশি গান প্রকাশ না করলেও দেশব্যাপী তার অনেক জনপ্রিয় গান আছে; আর এসব গান এখনও জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে মেং থিং ওয়েই’র আরেকটি সুন্দর গান ‘ফুল ফোটার জন্য অপেক্ষা’ শুনবো। আশা করি, তার গানগুলো আপনারা পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এএখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।